নেত্রকোনার মদনে প্রেসক্লাবে প্রয়াত সাংবাদিকদের স্বরণে দোয়া ও ইফতার মাহফিল

প্রেসক্লাব, মদন, নেত্রকোনা এর আয়োজনে বৃহস্পতিবার (২০ মার্চ) বিকালে প্রেসক্লাব মিলনায়তনে, প্রয়াত সাংবাদিকদের স্বরণে- স্বরণ সভা, দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।
প্রয়াত বিশিষ্ট সাংবাদিক ও বাংলাদেশ ক্রাইম রিপোর্টাস এসোসিয়েশনের সাবেক সা. সম্পাদক আজহার মাহমুদ রনু, বিশিষ্ট সাংবাদিক দেওয়ান মুওর্জা আহম্মদ, মদন প্রেসক্লাবের সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা এ.টি.এম আব্দুল হাই, মদন প্রেসক্লাবের সাবেক আহবায়ক সাংবাদিক ফজলুর রহমান।
মদন প্রেসক্লাবের সাবেক সা.সম্পাদক সাংবাদিক ওয়াছেক আহাম্মদ কোরেশী, মদন প্রেসক্লাবের সাবেক কোষাধ্যক্ষ সাংবাদিক শাহজাহান ভূঁইয়া খোকন এঁর স্বরণে এ স্বরণ সভা, দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।
এতে সভাপতিত্বে করেন, প্রেসক্লাবের সভাপতি আল-মাহবোব আলম আল-আমিন।
অনুষ্টানটির সঞ্চালনায় ছিলেন, প্রেসক্লাব সাধারণ সম্পাদক জাকির হোসেন তালুকদার উজ্জ্বল।
এ সময় বক্তব্য রাখেন, কৃষি কর্মকর্তা কৃষিবিদ হাবিবুর রহমান, প্রবীণ সাংবাদিক বীর মুক্তিযোদ্ধা আজহারুল ইসলাম হিরো, প্রেসক্লাব সাবেক সভাপতি আল-আমীন , প্রেসক্লাব কোষাধ্যক্ষ নূরুল হক রনু, প্রেসক্লাব সাবেক সা.সম্পাদক তোফাজ্জল হোসেন, প্রেসক্লাব প্রচার ও সাহিত্য সম্পাদক নিজাম উদ্দিন তাং এবং প্রয়াত সাংবাদিক পরিবারের পক্ষে বক্তব্য রাখেন, গোলাম রাব্বী কোরেশী প্রমুখ।
এ ছাড়া ও অনুষ্টানে উপস্থিত ছিলেন, জুবাইদা রহমান মহিলা কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোঃ মুখলেছুর রহমান প্রেসক্লাবের সন্মানিত, সদস্য মোঃ মোশাররফ হোসেন বাবুল, (বাবুল) যুগ্ন সাধারণ সম্পাদক, ফয়েজ আহম্মদ, সদস্য আলি আজগর পনি, জাকির হোসেন প্রমূখ।

এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন