নেত্রকোনার মদনে ফতেপুর ইউনিয়ন বিএনপির অফিস উদ্বোধন

নেত্রকোনা মদন উপজেলার ফতেপুর ইউনিয়ন বিএনপির অফিস উদ্বোধন করা হয়েছে। শনিবার বিকালে ফতেপুর হাটশিরা বাজারে এ অফিস উদ্বোধন করা হয়। এ উপলক্ষে দোয়া মিলাদ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
সাবেক যুবদল নেতা মোঃ হাফিজুর রহমানের সঞ্চলনায় ইউনিয়ন বিএনপি নেতা আবু বকর তালুকদারের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন, উপজেলা যুবদলের সভাপতি গোলাম রাসেল রুবেল, সাধারণ সম্পাদক হুমায়ুন কবির, উপজেলা বিএনপির সহ-সাধারণ সম্পাদক আলী হায়দার।
বিএনপি নেতা এজাজুল হক ছন্দন,সাবেক ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক বনাই মিয়া, ইউপি সদস্য জাহাঙ্গীর আলম, বিএনপি নেতা উজ্জল হোসেন, আনোয়ার হোসেন প্রমূখ। উদ্বোধনের সময় ইউনিয়ন বিএনপির অঙ্গসহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন