নেত্রকোনার মদনে ফসলের নিবিড়তা বৃদ্ধিকরণ অবহিতকরণ কর্মশালা অনুষ্ঠিত

নেত্রকোণা মদনে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে, বৃহত্তর ময়মনসিংহ অঞ্চলের ফসলের নিবিড়তা বৃদ্ধিকরণ প্রকল্পের আওতায় ২০২২-২৩ অর্থ বছরের প্রকল্পের বাস্তবায়নের অগ্রগতি ও কর্মপরিকল্পনা” বিষয়ক অবহিতকরণ কর্মশালা
অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানটি সার্বিক সহযোগীতায় ছিলেন,বৃহত্তর ময়মনসিংহ অঞ্চলের ফসলের নিবিড়তা বৃদ্ধিকরণ প্রকল্প।

মঙ্গলবার (০৬ জুন) সকালে উপজেলা কৃষি প্রশিক্ষণ হলরুমে অনুষ্ঠিত কর্মশালা’য় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ময়মনসিংহ আঞ্চলিক কৃসি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত পরিচালক কৃষিবিদ সুশান্ত কুমার প্রমানিক।

সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মোঃ হাবিবুর রহমান। উপজেলা ভাইস চেয়ারম্যান মুফতি মাওলানা আনোয়ার হোসাইন।

কৃষি সম্প্রসারণ অধিদপ্তর খামারবাড়ি নেত্রকোণা, উপ -পরিচালক কৃষিবিদ মোহাম্মদ নুরুজ্জামানের সভাপতিত্বে, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ হাবিবুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন, ঢাকা খামারবাড়ি থেকে আগত প্রকল্প পরিচালক কৃষিবিদ মোহাম্মদ জিয়াউর রহমান, জেলা প্রশিক্ষক চন্দ্র কুমার মহাপাত্র।

আরও বক্ত্যব রাখেন, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মৌরী তানিয়া মৌ, গোবিন্দ্রশ্রী ইউপি চেয়ারম্যান মোঃ মাইদুল ইসলাম খান মামুন, মদন ইউপি চেয়ারম্যান মোঃ খাইরুল ইসলাম আকন্দ,দৈনিক ভোরের দপর্ণ উপজেলা প্রতিনিধি
মোঃমোশাররফ হোসেন।

এ সময় উপস্থিত ছিলেন, উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে আগত ৮০ জন কৃষক কৃষাণী,
কৃষি সম্প্রসারন অধিদপ্তরের কর্মকর্তা বৃন্দ, মদন প্রেসক্লাব সাধারণ সম্পাদক পরিতোষ দাস,ও গণমাধ্যম কর্মীগণ।