নেত্রকোনার মদনে বন্যা দুর্গত এলাকা পরিদর্শনে জেলা প্রশাসক

নেত্রকোনার মদনে পাহাড়ি ঢল ও উজান থেকে নেমে আসা পানি সার্বিক বন্যার পরিস্থিতির অবনতি ঘটেছে।
শুক্রবার ২১ জুন বিকালে উপজেলার গোবিন্দশ্রী ইউনিয়ন এবং মাঘান ইউনিয়নের দুর্গত এলাকা পরির্দশন করেন জেলা প্রশাসক শাহেদ পারভেজ।
তিনি বন্যা পরিস্থিতি পর্যবেক্ষণ পানি বন্দী মানুষের অবস্থা, বিভিন্ন এলাকার জলমগ্নতা ও জলাবদ্ধতা পরিস্থিতি পর্যবেক্ষণ করেন এবং বন্যায় দুর্গত মানুষের সাথে কৌশল বিনিময় করেন ও তাদের মাঝে ত্রাণ বিতরণ করেন, বন্যায় দুর্গত মানুষের বাড়িঘর পরিদর্শন করেন।

বন্যায় ক্ষতিগ্রস্তদের সার্বিক সহায়তার আশ্বাস প্রদান করেন জেলা প্রশাসক।

এ সময় অন্যানদের মধ্যে ছিলেন,অতিরিক্ত জেলা প্রশাসক ( সার্বিক),উপজেলা নির্বাহী অফিসার মোঃ শাহ আলম মিয়া,সহকারী কমিশনার ভূমি এ টি এম আরিফ, বাস্তবায়ন কর্মকর্তা মোঃ হুমায়ূন কবির, গোবিন্দশ্রী ইউপি চেয়ারম্যান মোঃ মাইদুল ইসলাম খান মামুন, তদন্ত কর্মকর্তা মোঃ জাহাঙ্গীর আলম খান, এস আই মোঃ হারুন অর রশীদসহ গণ মাধ্যম কর্মীগণ।