নেত্রকোনার মদনে বসত বাড়ি নিয়ে বড় ভাইয়ের বিরুদ্ধে ছোট ভাইয়ের অভিযোগ

নেত্রকোণা মদন উপজেলার কাইটাইল ইউনিয়নের জাওলা গ্রামের মৃত আব্দুর রশিদ এর বড় ছেলে ধনাই মিয়া তাঁর সৎ ভাই আজিজুল ইসলামকে মার পিট করে বাড়ি থেকে বাহির করে দিয়ে বাড়ি দখলের অভিযোগ উঠেছে।

জানা যায়, (৮ এপ্রিল) দুপুরে আজিজুল ইসলাম শুভ বড় ভাই ধনাই মিয়া জোরপূর্বক ভাবে মারপিট করে বাড়ি হতে বাহির করে দেয়ার হুমকি দেয়। এমনকি বাড়ির দখল না ছাড়লে মা ও ছেলেকে প্রাণনাশের হুমকি দেয়। বিষয়টি নিয়ে মদন থানায় লিখিত অভিযোগ দায়ের করেন আজিজুল ইসলাম শুভ।

সৎ মা ফুলেছা খাতুন জানান, আমার স্বামী আমার নামে ০৯ শতাংশ বাড়ি সাফ কাওলা করে দিয়ে যান। কিন্ত আমার সতিনের বড় ছেলে ধনাই ও তার বউ লামোঃলী আক্তার প্রতিনিয়তই বাড়ি হতে বেড় করে দেয়ার হুমকি দিচ্ছে,এবং আমাকে ও আমার ছেলেকে মারপিট করছে।

এ বিষয়ে অভিযুক্ত ধনাই মিয়া জানান, অভিযোগকারী আজিজুল ইসলাম শুভ আমার সৎ ভাই, আজ বুধবার মদন থানা হতে পুলিশ তদন্ত করার জন্য এসেছিল। আমি বলেদিয়েছি সে ২ শতাংশ বাড়ি পায় আমি আগামী রোববার তার জায়গা বুঝিয়ে দেব।

মদন থানার অফিসার ইনর্চাজ নাঈম মুহাম্মদ নাহিদ হাসান জানান,অভিযোগ পেয়েছি তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেয়া হবে।