নেত্রকোনার মদনে বিএনপির উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল

নেত্রকোনার মদনে বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের তৃণমূল নেতাকর্মীদের উদ্যোগে (২৯ মার্চ) শনিবার উপজেলা পাবলিক হল মাঠে এক ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বিএনপি চেয়ারপার্সন দেশনেত্রী বেগম খালেদা জিয়া, ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও সাবেক সফল স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী মজলুম জননেতা লুৎফুজ্জামান বাবরের রোগ মুক্তি কামনা করে এ দোয়া ও ইফতার মাহফিল অনু্িষ্ঠত হয়েছে।
উক্ত অনুষ্ঠানে উপজেলা বিএনপির সাবেক আহবায়ক আব্দুল হেলিম ভুলুর সভাপতিত্বে বক্তব্য রাখেন, মদন উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব ও মদন ইউপির সাবেক চেয়ারম্যান শেখ বদরুজ্জামান মানিক ,মদন পৌর বিএনপির সাবেক সভাপতি ও আহবায়ক সাইদুর রহমান সম্রাট, সাবেক বিএনপির নেতা মির্জা আতিকুর রহমান বিপুল।
উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক ও যুগ্ম আহবায়ক, আবু তাহের আজাদ, উপজেলা বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক ও যুগ্ম আহবায়ক, সাবেক ছাত্রনেতা, ফজলে এলাহী টুটন,উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক ও বিশিষ্ট ব্যবসায়ী আল মনসুরুল আলম আরিফ, উপজেলা বিএনপির সাবেক যুগ্ন আহবায়ক কামরুল হাসান, মদন পৌর যুবদলের সাবেক সাধারণ সম্পাদক এনামূল হক।
উপজেলা ছাত্রদলের সভাপতি এস এইচ পিপুল, মদন উপজেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক মোশাররফ হোসেন ইনচান প্রমুখ।
উক্ত ইফতার ও দোয়া মাহফিলে বেগম খালেদা জিয়া ,তারেক রহমান, ও লুৎফুজ্জামান বাবরের রোগ মুক্তি এবং সমগ্র মুসলিম উম্মাহর শান্তি ও সমৃদ্ধি কামনা করে দোয়া করা হয়। উক্ত অনুষ্ঠানে মুনাজাত করেন সাবেক ভাইস- চেয়ারম্যান মুফতি আনোয়ার হোসাইন।

এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন