নেত্রকোনার মদনে বিএনপির প্রয়াত নেতাদের উদ্দেশ্য স্বরণ সভা

নেত্রকোনার মদনে তিয়শ্রী ইউনিয়ন বিএনপির সভাপতি রহুল আমিন,যুবদল সাধারণ সম্পাদক শহীদুল ইসলাম সাহেব আলী মুন্সী ও যুবদলের সভাপতি কবির হাসানের স্বরণ সভা, দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। রোববার (৬ জুন) বিকালে

বালালী বাঘমারা উচ্চ বিদ্যালয়ের হল রুমে এ সভা অনুষ্ঠিত হয়। ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মোফাজ্জল হোসেনের সভাপতিত্বে ও ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি আমিরুল হাসান খোকনের সঞ্চালনায় স্বরণ সভায় বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির সভাপতি নূরুল আলম তালুকদার, মরহুম রহুল আমিনের পিতা শামছুল হক, পৌর বিএনপির সভাপতি কামরুজ্জামান চন্দন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ রফিকুল ইসলাম আকন্দ।

পৌর বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল কাদির,সাবেক উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক সাইফ আহমেদ শেকুল,শামছুল আলম লালু, মেহেদি হাসান খান জুসেফ, যুবদলের সভাপতি গোলাম রাসেল রুবেল, সাধারণ সম্পাদক হুমায়ুন কবির, তিয়শ্রী ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি সফিয়ন তালুকদার, সাবেক সভাপতি আসাদুজ্জামান আজাদ।

বিএনপি নেতা সেতেরা চৌধুরী, উপজেলা কৃষক দলের সাধারন সম্পাদক আব্দুুল হান্নান তালুকদার, শ্রমিক দলের সভাপতি হাবিবুল্লা নান্নু,সাবেক ইউনিযন বিএনপির সাধারন সম্পাদক আবুল কালাম আজাদ, প্রমূখ। সব শেষে দোয়া পরিচালনা করেন মদন উপজেলা ওলামা দলের সভাপতি মোঃ রায়হান মিয়া।