নেত্রকোনার মদনে বিশ্ব তামাক মুক্ত দিবস পালিত
“তামাক নয়, খাদ্য ফলান” এই প্রতিপাদ্যকে সামনে রেখে মদন উপজেলায় বিশ্ব তামাক মুক্ত দিবস-২০২৩ উপলক্ষ্যে র ্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
বুধবার (৩১ মে) সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে একটি র ্যালি মদন পৌর শহরের প্রধান প্রধান রাস্তা প্রদক্ষিণ করে উপজেলা পরিষদের সামনে এসে শেষ হয়।
পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ শাহ আলম মিয়া’র সভাপতিত্বে উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মোঃ হাবিবুর রহমান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা ভাইস চেয়ারম্যান মুফতী আনোয়ার হোসাইন, সহকারী কমিশনার (ভূমি) মোঃ শাহনূর রহমান।
আরো উপস্থিত ছিলেন, কৃষি কর্মকর্মা মোঃ হাবিবুর রহমান, মৎস্য কর্মকর্তা মোঃ কামরুল হাসান, ডা. নয়ন চন্দ্র ঘোষ, উপজেলা প্রকৌশলী গোলাম কিবরিয়া পিয়াল,মদন থানা ( তদন্ত) অফিসার মোঃ জাহাঙ্গীর আলম খান, যুব উন্নয়ন কর্মকর্তা আব্দুল আহাদ। সমবায় কর্মকর্তা মোঃ আবুল কালাম আজাদ।
এছাড়াও উপস্থিত ছিলেন, তিয়শ্রী ইউপি চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মোঃ মুজিবর রহমান নায়েক পুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মসলিম উদ্দিন ভুঁইয়া, ফতেপুর ইউপি চেয়ারম্যান মোঃ সামিউল হায়দার শফি, গোবিন্দশ্রী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ মাইদুল ইসলাম খান মামুন, বীর মুক্তিযোদ্ধা মোঃ ছদ্দু মিয়া, অধ্যক্ষ মোঃ হাজী করণী, পরিবার পরিকল্পনা কর্মকর্তা মোঃ সিরাজুল ইসলাম ভুঁইয়া, মদন প্রেস ক্লাব সাধারণ সম্পাদক পরিতোষ দাস ও গণমাধ্যম কর্মী প্রমুখ।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন