নেত্রকোনার মদনে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে আহত হয়েও জুলাই যোদ্ধা হতে পারেনি অন্তর

নেত্রকোনার মদনে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে আহত হয়েও জুলাই যোদ্ধা হতে পারেনি আলী হোসেন অন্তর। আলী হোসেন অন্তর মদন সরকারি হাজী আব্দুল আজিজ খান ডিগ্রী কলেজের সামনে ৪ আগষ্ট আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের সাথে ছাত্র জনতার সংঘর্ষে আহত হয়।

আলী হোসেন অন্তর নেত্রকোনার মদন উপজেলার চানগাঁও ইউনিয়নের রত্নপুর গ্রামের সাবেক ইউপি সদস্য মোঃ নজরুল ইসলামের ছেলে।

জানা যায়, গত ৪ আগষ্ট জুলাই গণ-অভ্যুত্থানে উপজেলা আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের সাথে ছাত্র জনতার এক তুমল সংঘর্ষ বাধেঁ। এ সময় আলী হোসেন অন্তর গুরুতর আহত হয়। আহত হলে পুলিশ এবং আওয়ামী লীগের দলীয় নেতাকর্মীদের ভয়ে মদন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিতে পারেনি। নিরুপায় হয়ে উপজেলার কাইটাইল বাজারে পল্লী চিকিৎসকের নিকট চিকিৎসা নেয়।

এ ব্যাপারে আহতের বাবা সাবেক ইউপি সদস্য নজরুল ইসলাম জানান, আমি ফ্যাসিস্ট আওয়ামী লীগের দেয়া বিভিন্ন দলীয় মামলায় পলাতক ছিলাম। গত ৪ আগষ্ট আমার ছেলে ফ্যাসিস্ট লোকজনের হাতে আহত হয়। এর পর তাদের ভয়ে আর মদন স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিতে পারেনি। আমাদের পাশের বাজার কাইটাইলের একজন পল্লী চিকিৎসকের নিকট চিকিৎসা নেয়।

আমার ছেলে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে আহত হয়েও জুলাই যোদ্ধা হতে পারেনি। আমার একটাই দাবী আমার ছেলেকে গেজেট ভুক্ত করে জুলাই যোদ্ধা হিসেবে স্বীকৃতি দেয়া হউক।

বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের জেলা যুগ্ম সদস্য সচিব, মাহির আকন্দ ফয়সাল জানান, ৪ আগষ্ট ২০২৪ ইং তারিখে আমি জেলে ছিলাম। পরে এসে জানতে পারি আলী হোসেন অন্তর উপজেলা আওয়ামী লীগ,ও

সহযোগী সংগঠনের নেতাকর্মীদের সাথে ছাত্র জনতার মধ্যে এক তুমল সংঘর্ষে আহত হয়ে চিকিৎসকের চিকিৎসাধীন ছিল। নতুন করে জুলাই যোদ্ধাদের নোটিশ আসলে জেলা কমিটির মাধ্যমে তার জন্য আমরা সুপারিশ করব।