নেত্রকোনার মদনে ভগ্নীপতি খুনের ঘটনায় শ্যালক গ্রেফতার
নেত্রকোণার মদনে চাচাতো শ্যালকের ছুরিকাঘাতে ভগ্নিপতি সাজ্জাদ মিয়া খুনের ঘটনার মূলহোতাকে গ্রেফতার করেছে র্যাব-১৪।
শুক্রবার (১৩ জানুয়ারী) ভোর ৬টার দিকে জেলার কেন্দুয়া উপজেলার বেখৈরহাটি এলাকা থেকে শ্যালক মো. কবির খানকে (৫০) গ্রেফতার করা হয়। নিহত সাজ্জাত হোসেন মাখনা দক্ষিণপাড়া গ্রামের মানিক মিয়ার ছেলে। ওইদিন দুপুরের দিকে এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় র্যাব।
গ্রেফারকৃত মো. কবির খান একই গ্রামের মৃত চান খাঁ ওরফে চাঁদু খাঁর ছেলে। গত বছরের ২৮ ডিসেম্বর সকাল সাড়ে দিকে মাখনা গ্রামে হত্যাকান্ড সংঘটিত হয়।
র্যাব জানায়, নিহত সাজ্জাত মিয়া প্রতিপক্ষ কবির হোসেনের চাচাতো বোন জামাই। ঘটনার দিন সাজ্জাত সকালে বাড়ির সামনে হাওরে পালিত হাঁস ছেড়ে রাস্তার পাশে দোকানে বসে ছিলেন। এসময় পূর্বশত্রুতার জেরে শ্যালক কবির হোসেন ও শহীদ মিয়ার সঙ্গের ভগ্নিপতির তর্কবিতর্ক হয়। একপর্যায়ে কবির হোসেনসহ কয়েকজন দেশীয় অস্ত্র নিয়ে সাজ্জাত মিয়ার ওপর হামলা করেন। এতে দুপক্ষের লোকজনের মধ্যে সংঘর্ষে উভয়পক্ষের কয়েকজন আহত হন। স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে মদন স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক সাজ্জাতকে মৃত ঘোষনা করেন।
র্যাব আরও জানায়, এঘটনায় নিহতের ভাই বাদী হয়ে মদন থানায় মামলা দায়ের করেন। পরবর্তীতে ঘটনায় জড়িত থাকার অভিযোগে আব্দুল মজিদ (৬২) নামে একজন হুকুমের আসামিকে আটক করে পুলিশ।
সাজ্জাত হত্যাকান্ডে ধৃত আসামিকে জিজ্ঞাসাবাদে দুপক্ষের লোকজনের মধ্যে সংঘর্ষ চলাকালে ছুরিকাঘাতে হত্যার সাথে জড়িত থাকার সম্পৃক্ততার কথা স্বীকার করেছে। আসামি কবির হোসেনকে মদন থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে জানায় র্যাব।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন