নেত্রকোনার মদনে ভারসাম্যহীন ছেলের লাঠির আঘাতে প্রাণ গেল

নেত্রকোনার মদনে মানসিক ভারসাম্যহীন ছেলে সাজ্জাত মিয়ার লাঠির আঘাতে বাবা মোস্তফা মিয়া (৬৫) নামের এক বৃদ্ধ নিহত হয়েছেন। শনিবার আনুমানিক রাত দশটার দিকে উপজেলার মাঘান ইউনিয়নের ঘাটুয়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহত বৃদ্ধ ওই গ্রামের মৃত আব্দুল মজিদের ছেলে। অভিযুক্ত সাজ্জাত মিয়াকে ওই দিন রাতেই নিজ গ্রাম থেকে আটক করেছে মদন থানা পুলিশ।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, মোস্তফা মিয়ার ছেলে সাজ্জাদ মিয়া (২৫) মানসিক ভারসাম্যহীন। তিনি মানসিক ভারসাম্য হারিয়ে দীর্ঘদিন বিভিন্ন জায়গায় ঘোরাফেরা করেন। শনিবার রাতে প্রতিদিনের মতো খাবার শেষে নিজ ঘরে শুয়ে পড়েন মোস্তফা। এ সময় হঠাৎ ছেলে সাজ্জাদ ঘরে ঢুকে বাবাকে লাঠি দিয়ে আঘাত করেন। লাঠির আঘাতে ঘটনা ’লেই মোস্তফা মারা যান।
মদন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শামসুল আলম শাহ বলেন, ছেলের হাতে মোস্তফা নামের এক ব্যাক্তি খুন হয়েছেন। ছেলেটি মানসিক ভারসাম্যহীন বলে জানা গেছে। ওই দিন রাতেই সাজ্জাতকে নিজ গ্রাম থেকে আটক করা হয়েছে। এ ব্যাপারে মামলার প্রস্থতি চলছে।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন




















