নেত্রকোনার মদনে ভোক্তা অধিকার সংরক্ষণ অবহিতকরণ বিষয়ক সেমিনার

নেত্রকোণা মদনে ভোক্তা- অধিকার সংরক্ষণ আইন ২০০৯ অবহিতকরণ ও বাস্তবায়ন বিষয়ক সেমিনার অনুষ্টিত হয়েছে।
বুধবার (৯ এপ্রিল) সকালে উপজেলা নির্বাহী অফিসারের সম্মেলন কক্ষে ইউএনও অহনা জিন্নাতের সভাপতিত্বে বিশেষ অথিতি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির সাধারন সম্পাদক মোঃ রফিকুল ইসলাম আকন্দ।
এ সময় সভায় বক্তব্য রাখেন, উপজেলা জামায়াতে নায়েবে আমির মোঃ রিয়াজ উদ্দিন, বীর মুক্তি যোদ্ধা আজাহারুল ইসলাম হিরু, সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান মুফতি আনোয়ার হোসাইন,যুবদলের সাবেক সভাপতি সাইফ আহম্মদ সেকুল।
মদন প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক জাকির হোসেন তালুকদার উজ্জল।
এ ছাড়া অনুষ্টানে উপস্থিত ছিলেন, সাবেক কমান্ডার বীর মুক্তি যোদ্ধা মতিউর রহমান, ফতেপুর ইউনিয়নে চেয়ারম্যান সামিউল হায়দার শফি, তিয়শ্রী ইউপি চেয়ারম্যান বীর মুক্তি যোদ্ধা মজিবুর রহমান, পল্লী বিদ্যুৎ ডি জিএম রফিকুল ইসলাম।
সাবেক ভাইস চেয়ারম্যান এম এ সোহাগ, জাহাঙ্গীরপুর কেন্দ্রীয় বাজার কমিটির সভাপতি, মাহমুদুর রহমান মিটু, প্রেসক্লাব সাংবাদিক মোঃ মোশাররফ হোসেন বাবুল, আলী আজগর পনির, নিজাম তালুকদার ব্যবসায়ী সুজন নাগ প্রমূখ।

এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন