নেত্রকোনার মদনে মহান স্বাধীনতা দিবস উপলক্ষে প্রস্ততি সভা অনুষ্ঠিত

১৯৭১ সালে ২৫ শে মার্চ গণ হত্যা দিবস এবং ২৬ শে মার্চ মহান স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে এক প্রস্ততি মূলক সভা অনুষ্টিত হয়। সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার অহনা জিন্নাত।

এ জাতীয় পর্যায়ে নির্দেশনার আলোকে পবিত্র মাহে রমজানের বিবেচনা করে বিভিন্ন কর্মসূচি নেওয়া হয়েছে। এ ছাড়া মহান স্বাধীনতা দিবসে বীর মুক্তিযোদ্ধাদের সংবধনা সহ আলোচনা চিত্রাংকন কবিতা আবৃতিসহ অনেক কর্মসূচি নেওয়া হয়েছে।

সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির সভাপতি মোঃ নূরুল আলম তালুকদার, কৃষি কর্মকর্তা মোঃ হাবিবুর রহমান, যুব উন্নয়ন কর্মকর্তা আব্দুল আহাদ, মদন থানার অফিসার ইনর্চাজ নাহিম মোহাম্মদ নাহিদ হাসান, উপজেলা জামায়াতে আমীর রিয়াজ উদ্দিন, ফতেপুর ইউপি চেয়ারম্যান সামিউল হায়দার শফি, তিয়শ্রী ইউপি চেয়ারম্যান মোঃ মজিবুর রহমান, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান সহ সরকারি কর্মকর্তা ও গণমাধ্যম কর্মীগণ।