নেত্রকোনার মদনে মাদকবিরোধী মানববন্ধন

মাদক নয় আলো চাই, মাদকমুক্ত সমাজ চাই, এ স্লোগানকে সামনে রেখে নেত্রকোনার মদন উপজেলায় মানববন্ধন কর্মসূচী অনুষ্ঠিত হয়েছে। (১৮ সেপ্টেম্বর) বৃহস্পতিবার সকাল ১১টায় মদন কলেজ মোড়ে মানববন্ধন কর্মসূচিতে বিভিন্ন সামাজিক সংগঠনের কর্মী ছাড়াও সাধারণ মানুষ অংশ নেন।
মাদকমুক্ত মদন গড়ার প্রত্যয়ে মানববন্ধনে আয়োজন করে ইয়ুথ সার্কেল ফাউন্ডেশন, আল ইনসাফ ইসলামীক ফাউন্ডেশন, লেটস ক্রিয়েট এবং মানবতার সেবা ও রক্তদান মদনসহ একাধিক সংগঠন। বক্তারা বলেন, সমাজের তরুণ প্রজন্মকে মাদকের ভয়াবহতা থেকে রক্ষা করতে সামাজিক সচেতনতা বাড়াতে হবে এবং সবাইকে ঐক্যবদ্ধ হয়ে এগিয়ে আসতে হবে।
মানববন্ধনে অংশগ্রহণকারীরা মাদকমুক্ত সমাজ গঠনে প্রশাসন,গুণীজন, জনপ্রতিনিধি ও সাধারণ জনগণকে আরও সক্রীয় ভূমিকা রাখার দাবী জানান।

এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন