নেত্রকোনার মদনে মাদকবিরোধী মানববন্ধন

‎মাদক নয় আলো চাই, মাদকমুক্ত সমাজ চাই, এ স্লোগানকে সামনে রেখে নেত্রকোনার মদন উপজেলায় মানববন্ধন কর্মসূচী অনুষ্ঠিত হয়েছে। (১৮ সেপ্টেম্বর) বৃহস্পতিবার সকাল ১১টায় মদন কলেজ মোড়ে মানববন্ধন কর্মসূচিতে বিভিন্ন সামাজিক সংগঠনের কর্মী ছাড়াও সাধারণ মানুষ অংশ নেন।

‎মাদকমুক্ত মদন গড়ার প্রত্যয়ে মানববন্ধনে আয়োজন করে ইয়ুথ সার্কেল ফাউন্ডেশন, আল ইনসাফ ইসলামীক ফাউন্ডেশন, লেটস ক্রিয়েট এবং মানবতার সেবা ও রক্তদান মদনসহ একাধিক সংগঠন। বক্তারা বলেন, সমাজের তরুণ প্রজন্মকে মাদকের ভয়াবহতা থেকে রক্ষা করতে সামাজিক সচেতনতা বাড়াতে হবে এবং সবাইকে ঐক্যবদ্ধ হয়ে এগিয়ে আসতে হবে।

‎মানববন্ধনে অংশগ্রহণকারীরা মাদকমুক্ত সমাজ গঠনে প্রশাসন,গুণীজন, জনপ্রতিনিধি ও সাধারণ জনগণকে আরও সক্রীয় ভূমিকা রাখার দাবী জানান।