নেত্রকোনার মদনে মানবাধিকার সংস্কৃতি ফাউন্ডেশন বিষয়ক কর্মশালা

নেত্রকোনার মদনে মানবাধিকার সংস্কৃতি ফাউন্ডেশন বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। সোমবার উপজেলা নির্বাহী অফিসারের সম্মেলন কক্ষে স্বাবলম্বী উন্নয়ন সমিতির আয়োজনে মানবাধিকার সংস্কৃতি ফাউন্ডেশন এর নাগরিকতা সিভিক এনগেজমেন্ট বিষয়ক কর্মশালায় স্বালম্বী উন্নয়ন সমিতির নির্বাহী পরিচালক স্বপন কুমার পাল এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, মদন উপজেলা নির্বাহী অফিসার অলিদুজ্জামান।
এ সময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, ফতেপুর ইউপি চেয়ারম্যান সামিউল হায়দার সফি, তিয়শ্রী ইউপি চেয়ারম্যান মজিবুর রহমান মাষ্টার, মদন ইউনিয়ন পরিষদ প্রশাসক ইমরান হাবিব, কাইটাইল ইউনিয়ন পরিষদ প্রশাসক আব্দুল আহাদ, মাঘান ইউনিয়ন প্রশাসক আবুল কালাম আজাদ, প্রেসক্লাব সাধারণ সম্পাদক জাকির হোসেন তালুকদার উজ্জ্বল, সাংবাদিক মোশাররফ হোসেন, মোতাহার হোসেন লিটন, অনুষ্টানটি পরিচালনা করেন স্বাবলম্বী উন্নয়ন সমিতির প্রকল্প ব্যবস্থাপক কোহিনুর আক্তার।

এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন