নেত্রকোনার মদনে মাসিক আইন শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত

নেত্রকোণা মদন উপজেলার মাসিক আইন শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার( ১৭ ফেব্রুয়ারি) সকালে নির্বাহী অফিসারের সম্মেলন কক্ষে ইউএনও অহনা জিন্নাতের সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়।

সভার শুরুতে নির্বাহী কর্মকর্তা বিগত মাসের কার্যবিবরণী পাঠ করে শুনান। পরে ইউনিয়নের গ্রাম আদালত নিয়ে বক্তব্য রাখেন, বাংলাদেশ জামায়াতে ইসলামি, মদন উপজেলা শাখার নায়েবে আমীর, মোঃ রিয়াজ উদ্দিন ইদ্রিস, মদনের আইন শৃঙ্খলা পূর্বের তুলনায় অনেক ভালো অবস্থা রয়েছে বলে বক্তব্য রাখেন, মদন প্রেসক্লাবের সাধারন সম্পাদক জাকির হোসেন তালুকদার,
এ সময় সভায় উপস্থিত ছিলেন।

কমদন থানার অফিসার ইনর্চাজ নাঈম মোহাম্মদ নাহিদ হাসান, কাইটাইল ইউপি প্রশাসক ও যুব উন্নয়ন কর্মকর্তা আব্দুল আহাদ, সমাজ সেবা কর্মকর্তা ও মদন ইউপি প্রশাসক মোঃ ইবনে হাবিব, তিয়শ্রী ইউপি চেয়ারম্যান বীর মুক্তি যোদ্ধা মোঃ মজিবুর রহমান, জন স্বাস্থ্য উপ- সহকারী প্রকৌশলী ও নায়েকপুর ইউপি প্রশাসক রোমান আরা, জুবাইদা রহমান মহিলা ডিগ্রি কলেজের ভার প্রাপ্ত অধ্যক্ষ মোঃ মুখলেছুর রহমান।

আলহাজ্ব মোজাফর আহম্মদ ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ মোঃ শামছুল ইসলাম, বীর মুক্তি যোদ্ধা, আজহারুল ইসমাম হিরুসহবিভিন্ন দপ্তরের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।