নেত্রকোনার মদনে মোবাইল চুরি ঘটনার দেড় মাস গেলেও হয়নি উদ্ধার

নেত্রকোনার মদনে একটি দোকান থেকে ৪০ লাখ টাকার মোবাইল ফোন চুরি হয়েছে। এ ঘটনার মামলা হলেও দেড় মাস গেলেও নেই তেমন আইনি তৎপরতা। এত দিনেও পুলিশ কাউকে গ্রেপ্তার বা মোবাইল উদ্ধার করতে না পাড়ায় ব্যবসায়ী হতাশায় পড়েছেন৷

পুলিশ ও স্থানীয় লোকজন সূত্রে জানা গেছে, মদন পৌরসভার আলহাজ্ব মহিউদ্দিন মার্কেটে এস এম টেলিকম নামের একটি দোকান পরিচালনা করছেন মদন দক্ষিণ পাড়া গ্রামের মাসুদ রানা। গত ৩ মার্চ ভোর রাতে একটি সংঘবদ্ধ চুর চক্র তার দোকান থেকে ৩২০ টি এন্ড্রয়েড ফোন চুরি করে নিয়ে যায়।

এ ঘটনার স্পষ্ট সিসি টিভি ফুটেজ দেখে ব্যবসায়ী মাসুদ রানা অজ্ঞাতনামা আসামি করে থানায় মামলা দায়ের করে। কিন্তু ঘটনার দেড় মাস অতিবাহিত হলেও কাউকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ। এমনি একটি মোবাইল ফোন উদ্ধার করা সম্ভব হয়নি। এতে ব্যবসায়ী মাসুদ রানা হতাশায় পড়েছেন।

মাসুদ রানা জানান, প্রতিদিনের মত ৩ মার্চ দোকান বন্ধ করে বাসায় চলে যাই। সকালে এসে দেখি দোকানে নতুন তালা লাগানো। তালা ভেঙে দেখি সব চুরি হয়ে গেছে। সিসি টিভির ফুটেজসহ থানায় মামলা দায়ের করি। কিন্তু এখন পর্যন্ত কাউকে গ্রেপ্তার বা একটি ফোনও উদ্ধার করতে পারেনি পুলিশ। এ নিয়ে আমি হতাশায় পড়েছি।

মদন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাঈম মুহাম্মদ নাহিদ হাসান জানান, ‘এ ঘটনায় মামলা দায়েরের পর সিআইডি টিম ফিঙ্গার প্রিন্ট নিয়েছে। পুলিশও বিষয়টি নিয়ে গুরুত্বের সাথে কাজ করছে। সন্দেহজনক ভাবে কয়েকজন আসামি শনাক্ত করা হয়েছে। সিআইডির রিপোর্ট হাতে পেলে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।’