নেত্রকোনার মদনে রাস্তা উদ্বোধন করেন ইউপি চেয়ারম্যান সফি

নেত্রকোনার মদনে কাবিখায় মাধ্যমে রাস্তা সংস্কারের শুভ উদ্বোধন করেন ফতেপুর ইউপি চেয়ারম্যান সামিউল হায়দার সফি। মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) মদন- বিয়াশির হেয়ারিং বন্ড রাস্তাটির চারপাশ বর্ষা মৌসুমে ভেঙে যাওয়ায় এ রাস্তাটি ইউনিয়ন পরিষদ থেকে মেরামতের উদ্যাোগ নেয়।

এ সময় হাসনপুর কারীগরি কলেজের প্রভাষক আমিনূল ইসলাম, মহিলা ইউপি সদস্য পারভীন আক্তার, সদস্য পাভেল মিয়া, জাহাঙ্গীর মিয়া, প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক তোফাজ্জল হোসেন, সাংবাদিক মোশাররফ হোসেন, নিজাম উদ্দিনসহ এলাকার গণ্যমান্য ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন।