নেত্রকোনার মদনে শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত
শনিবার (১৪ ডিসেম্বর) সকালে নেত্রকোণার মদনে উপজেলা প্রশাসনের আয়োজনে, সহকারী কমিশনার (ভূমি) মাসুদুর রহমান এর সভাপতিত্বে এবং যুব উন্নয়ন কর্মকর্তা আব্দুল আহাদ এর সঞ্চালনায় “শহীদ বুদ্ধিজীবী দিবস-২০২৪” উদযাপন উপলক্ষ্যে, নির্বাহী কর্মকর্তার সম্মেলন কক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এতে বক্তব্য রাখেন, উপজেলা বিএনপি’র সভাপতি নুরুল আলম তালুকদার, কৃষি কর্মকর্তা হাবিবুর রহমান, ডা. তায়েব হোসেন, বীর মুক্তিযোদ্ধা আজহারুল ইসলাম হিরু, প্রেসক্লাব সা. সম্পাদক জাকির হোসেন তাং উজ্জ্বল, উপজেলা জামায়াতের সহ. সেক্রটারী হাফিজুর রহমান শামীম, যুবদল সা. সম্পাদক হুমায়ুন কবির, জাহাঙ্গীরপুর কেন্দ্রীয় বাজার কমিটির সভাপতি মাহমুদুর রহমান মিটু, স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব, আশরাফুল ইসলাম, ছাত্র সমন্বয়ক সাঈদ বিন ফজল প্রমুখ।
এ সময় বিভিন্ন রাজনৈতিক ব্যাক্তিবর্গ, বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগণ ও গণমাধ্যম কর্মীগণ উপস্থিত ছিলেন।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন