নেত্রকোনার মদনে ষাঁড়ের লড়াইয়ে নামে জুয়া খেলা আটক ষাঁড়

নেত্রকোনার মদনে পুলিশের চোখ ফাঁকি দিয়ে লাখ লাখ টাকার ষাঁড়ের লড়াই মাধ্যমে জুয়া খেলায় একটি কাল রং এর ষাঁড় আটক করেছে ডিবি পুলিশ। রোববার ভোরে উপজেলার তিয়শ্রী ইউনিয়নের কৃষ্ণপুর গ্রাম থেকে এ ষাঁড় গরুটি আটক করা হয়। তাৎক্ষণিকভাবে আটককৃত ষাঁড়ের মালিককে পাওয়া যায়নি।

নেত্রকোনা ডিবি পুলিশ ও মদন থানা সূত্রে জানা যায়, মদন উপজেলার গঙ্গানগর নামক একটি স্থানে সকালে ষাঁড়ের লড়াই এর মাধ্যমে জুয়া খেলার আয়োজন করে এলাকায়। এমন গোপন সংবাদের ভিত্তিতে রোববার ভোরে গঙ্গানগর আসলে মানুষের ভীর পাওয়া যায়।

তবে পুলিশ আসছে এমন সংবাদ পেয়ে জুয়াড়িরা ঘটনা স্থল ত্যাগ করে ষাঁড় গরু রেখে চত্রভঙ্গ হয়ে যায়। এ সময় ষাঁড়ের লড়াই দেয়া একটি ষাঁড় গরু পাওয়া যায়। যার রং কাল। আনুমানিক ধারনা করা হচ্ছে ২লাখ টাকা হবে। তবে ডিবি পুলিশ ষাঁড় গরুটি উপজেলার তিয়শ্রী ইউনিয়নের কৃষ্ণপুর থেকে উদ্ধার করে মদন থানায় নিয়ে আসে।

নেত্রকোনা ডিবি পুলিশের এস আই অপু চন্দ্র ভৌমিক জানান, আমরা গোপন সংবাদের মাধ্যমে জানতে পারি মদন থানা গঙ্গানগর নামক জায়গায় একটি ষাঁড়ের লড়াই হতে যাচ্ছে। এমন সংবাদের প্রেক্ষিতে রোববার ভোরে ঘটনা স্থলে আসলে লোকজন এলোপাতাড়ি চলে যায়। এ সময় একটি কাল রং এর ষাঁড় পাই। যার আনুমানিক মূল্য ২লাখ টাকা হবে।

মদন থানার ওসি শামসুল আলম শাহ জানান, ডিবি পুলিশ একটি ষাঁড় জুয়া খেলা থেকে উদ্ধার করেছে এমন সংবাদ পেয়ে আমি ঘটনা স্থলে পুলিশ পাঠাই। পরে ষাঁড় গরুটি উদ্ধার করে মদন থানায় নিয়ে আসা হয়। ইউএনও স্যারে সাথে কথা বলে পরবর্তি সিন্ধান্ত নেয়া হবে।