নেত্রকোনার মদনে সড়ক দূর্ঘটনায় এক শিশু নিহত

নেত্রকোনার মদনে রাস্তা পারাপারের সময় বেপরোয়া অটো রিক্সার চাপায় মহাজ নামে (৫) নামে এক শিশু মারা গেছে। মঙ্গলবার (৮ এপ্রিল) উপজেলার মদন-ফতেপুর সড়কে এ দূর্ঘটনা ঘটে। নিহত শিশুটির বাড়ি মদন উপজেলার কাপাসাটিয়া গ্রামের জুলহাস মিয়ার ছেলে।

নিহত শিশুটির নানী জুলেকা আক্তার জানান, মহাজ আমার নিকট থাকত। আজকে সকালে বাড়ির সামনে গেলে রাস্তা পাড় হওয়ার সময় হঠাৎ একটি অটো আমার নাতিকে চাপা দিয়ে চলে যায়। সাথে সাথেই মহাজ মারা যায়। আমার মেয়ে জামাই সহ চট্রগ্রামে গার্মেন্টে চাকুরী করে।

সেই সুবাধে নাতিকে আমার নিকট রেখে যায়। আমি তার মা বাবার নিকট এখন কি জবাব দেব। নাতির লাশের পাশে বসে এভাবেই কান্না করছেন নানী জুলেকা আক্তার।

মদন থানার ওসি নাইম মোহাম্মদ নাহিদ হাসান জানান, সড়ক দূর্ঘটনায় এক শিশু মারা গেছে এমন সংবাদ পেয়েই হাসপাতালে পুলিশ প্রেরণ করেছি। শিশুটির পরিবারের সিন্ধান্ত মোতাবেক ব্যবস্থা নেয়া হবে।