নেত্রকোনার মদনে সরকারি খাল খননে বাঁধা

নেত্রকোনার মদন উপজেলায় চানগাও ইউনিয়নের ওয়ার খাল খননের বাঁধা দেওয়ার অভিযোগ উঠেছে স্থানীয় কয়েকজন ব্যক্তির বিরুদ্ধে।
রবিবার (৪ মে)দুপুরে সরজমিনে গেলে স্থানীয় কয়েকজন কৃষক আবুল মিয়া, লাহুত মিঞা, জসিম মিয়া, গোলাম মোস্তফা জানান ওয়ার খালটি দীর্ঘদিন যাবত খনন না করায় পলি জমে পানি চলাচলের উনুপযোগী হয়ে গেছে।
অতি সত্য খালটি খনন না করা হলে ভবিষ্যতে শত শত হেক্টর জমি ফসলের অনুপযোগী হয়ে পড়বে।বর্তমানে এখানে ১০ একর জমিতে ফসল হয় না বললেই চলে পানির অভাবে। আমাদের ইউপি চেয়ারম্যান নুরুল আলম এটি খননের উদ্যোগ নিলে স্থানীয় কয়েকজন ব্যক্তি এটি বাঁধা দিয়ে বন্ধ করে দিয়েছে। আমরা চাই অতি সত্য এই খালটি খনন করা হোক।
প্রকল্প বাস্তবায়ন অফিস সূত্রে জানা যায়, ২০২৪-২৫ অর্থবছরে গ্রামীণ অবকাঠামো উন্নয়ন প্রকল্পে (কাবিখা) আওতায় ৭ মেট্রিক টন চাউল বরাদ্দ দেওয়া হয়েছে এই খালটি খননের জন্য।
অভিযোগের বিষয় এনামুল হক জানান, আমরা যারা খালের পাড়ের জমির মালিক তাদের সাথে সম্মনয় করে ও সরকারি আমিন দিয়ে পরিমাপ করে খাল খনন করার জন্য বলেছি। আপনি খাল খননে বাধাঁ দিচ্ছেন কেন? এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, আমি সরকারের উন্নয়ন কাজে বাধাঁ দিব কেন? সব সময় সহায়তা করে থাকি।
অভিযোগের সত্যতা নিশ্চিত করে চানগাও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নুরুল আলম তালুকদার বলেন, দীর্ঘদিন ধরে ওয়ার খাল দিয়ে পানি প্রবাহ না হওয়ায় এবছর আমি খালটি খননের উদ্যোগ নিয়েছি। কিন্তু পৌর যুবদলের সাবেক সদস্য সচিব এনামুল হকসহ স্থানীয় কয়েকজন বাধাঁ দিচ্ছে। এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার ও জেলা প্রশাসকের হস্তক্ষেপ কামনা করেন তিনি।
উপজেলা নির্বাহী অফিসার অলিদুজ্জামান জানান, আগামীকাল আমি সার্ভেয়ার পাঠিয়ে খালের সীমানা নির্ধারণ করবো। তারপর প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবো।

এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন