নেত্রকোনার মদনে সশস্ত্র বাহিনীর কল্যাণ সংগঠনের আলোচনা সভা
নেত্রকোনার মদন উপজেলার অবসর প্রাপ্ত সশস্ত্র বাহিনীর কল্যাণ সংগঠনের উদ্যোগে এক আলোচনা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সোমবার সকালে স্থানীয় মুক্তিযোদ্ধা সংসদ প্রাঙ্গনে এ সভা অনুষ্ঠিত হয়েছে।
আলোচনা সভায় সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি ক্যাপ্টেন(অব) মোঃ বদিউজ্জামান খান। প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, ময়মনসিংহ জেলার সশস্ত্র বাহিনীর সচিব মেজর (অব) মো: মোস্তাফিজুর রহমান। অনুষ্ঠান পরিচালনা করেন, সার্জেন্ট (অব) আবুল খায়েদ আজম।
মতবিনিয়ম সভায় উপস্থিত ছিলেন সশ্স্ত্র বাহিনীর কর্মকর্তা কর্মচারী বৃন্দ। সভায় প্রধান অতিথির নিকট সশস্ত্র বাহিনীর (অব) সদস্যদের বিভিন্ন সমস্যা ও দাবি উত্তাপন করা হয়। সভাপতির বক্তব্যে ক্যাপ্টেন (অব) বদিউজ্জামান খান বলেন, অবসরপ্রাপ্ত সশস্ত্র বাহিনীর সার্বিক কল্যাণে ২০১৭ সালে এ সংগঠনটি প্রতিষ্ঠিত হয়। যার বর্তমান সদস্য সংখ্যা ৬০ জন। এ সংঠনটি মানবতার কল্যাণে কাজ করবে যাচ্ছে।
মোঃমোশাররফ হোসেন
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন