নেত্রকোনার মদনে সহকারি শিক্ষক কমিটির পাল্টাপাল্টি সংবাদ সম্মেলন
নেত্রকোনার মদনে সহকারি শিক্ষক সমিতির কমিটির বৈধতা নিয়ে দুই কমিটির পাল্টাপাল্টি সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সোমবার ২০ অক্টোবর মদন প্রেসক্লাবে সহকারি শিক্ষক সমিতির একাংশের সভাপতি মাহমুদুর রহমান মির্জা (পাভেল) ও সাধারন সম্পাদক হাসানুল মান্নান নিউটনের অনুমোদিত কমিটি এ সংবাদ সম্মেলনের আয়োজন করে।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করে শোনান, সহকারি শিক্ষক সমিতির সভাপতি মাহমুদুর রহমান মির্জা (পাভেল)।
এর আগে মজিবুর রহমান লিটন ও মানিক মিয়া সহকারী শিক্ষক সমিতির সভাপতির একাংশের সভাপতি অনুমোদিত পাভেল ও নিউটনের কমিটি নিয়ে গত ৩ অক্টোবর ২০২৫ ইং তারিখে স্থানীয় শিক্ষক সমিতির কার্যালয়ে এক সংবাদ সম্মেলন করেন।
সংবাদ সম্মেলনে মাহমুদুর রহমান মির্জা (পাভেল) তাঁর লিখিত বক্তব্যে বলেন, লিটন ও মানিক কর্তৃক গঠিত সহকারী শিক্ষকগণের কমিটি অগণতান্ত্রিক ও ভিত্তিহীন।
সত্য ও স্বচ্ছলতার পক্ষে বিভান্তির প্রতিবাদে বাংলাদেশ প্রাথমিক সহকারী শিক্ষক সমিতি-ঐক্যের প্রতীক, বিভেদের নয়, কোন ভূঁয়া ও নিশি রাতের কমিটি নয়,আমরা নিয়মতান্ত্রিক ও স্বীকৃত কমিটি।
অনুমোদন বৈধ, রেজিস্ট্রেশন ও সিল আসল-প্রমাণসহ পরীষ্কার, মিথ্যা তথ্য, গুজব ও বিভান্তি শিক্ষক সমাজের মর্যাদার পরিপন্থী, শিক্ষক ঐক্য নষ্ট নয়,ঐক্যই আমাদের শক্তি। তিনি আরও বলেন, শিক্ষক ঐক্য যারা ভাঙ্গতে চান, তাদের ঘোষণায় আমরা ভীত নই, আমরা গণতন্ত্র ও ন্যায়ের পক্ষে।
এ কমিটি কেন্দ্রীয় কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদকের যৌথ স্বাক্ষরে গত ২৯ সেপ্টেম্বর ২০২৫ তারিখে ১০১ সদস্য বিশিষ্ট বাংলাদেশ প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক সমিতির মদন উপজেলা শাখার অনুমোদন দেয়। যার রেজিস্ট্রেশন নাম্বার ১২০৬৮। কমিটিকে বানচাল করার জন্য জনগনের নিকট প্রশ্নের মুখামুখি হওয়ার জন্য তারা উঠে পড়ে লেগেছে। তারা যতই কলাকৌশল করুক না কেন আমরা তা রুখে দেব ইনশাল্লাহ।
সংবাদ সম্মেলনে উউপস্থিত ছিলেন, সংগঠনটির সাধারণ সম্পাদক হাসানুল মান্নান নিউটন, সিনিয়র সহ-সভাপতি শফিউল্লাহ লালন, সহকারি শিক্ষক নেতা দেওয়ান নাসরিনসহ অন্যান্য শিক্ষক নেতৃবৃন্দ।
মোঃ মোশাররফ হোসেন
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন




















