নেত্রকোনার মদনে সহকারী শিক্ষক সমিতির সভাপতি লিটন ও সাধারণ সম্পাদক মানিক মিয়া

নেত্রকোনার মদনে বাংলাদেশ প্রাথমিক সহকারী শিক্ষক সমিতির সভাপতি নির্বাচিত হন মদন দক্ষিণ পাড়া সরকারি ৃ প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মুজিবুর রহমান লিটন এবং সাধারণ সম্পাদক নির্বাচিত হন শাহাপুর-২ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মানিক মিয়া।
বৃহস্পতিবার (০৮ মে) সন্ধ্যায় উপজেলা শিক্ষক সমিতি মিলনায়তনে অধিকাংশ সহকারী শিক্ষকদের উপস্থিতিতে এবং সকলের ঐক্যমতে এ কমিটি গঠন করা হয়।
কমিটি গঠনের আলোচনা সভায় সভাপতিত্ব করেন, মুজিবুর রহমান লিটন এবং সঞ্চালনায় ছিলেন, সমিতির সাবেক সাধারণ সম্পাদক কামরুজ্জামান বুলবুল।
এতে বক্তব্য রাখেন, জুয়েল তালুকদার, সাখাওয়াত হোসেন, আব্দুল হেলিম বাবুল, শাহ্ শামীম, মুখলেছুজ্জামান, সৈয়দ বিলাষ, মাহমুদা আক্তার রাণী, ছালমা আক্তার, সিরাজুল ইসলাম চৌধুরী খসরু, বেলায়াতে হোসেন, আরিফিন সিদ্দিকী প্রমুখ।
অনুষ্ঠানে কুরআন তেলাওয়াত করেন, মোঃ সাইফুল ইসলাম এবং গীতা পাঠ করেন, দুলু রাণী তালুকদার। এ ছাড়া ও অনুষ্টানে উপস্থিত ছিলেন, সাবেক উপজেলা সহকারী শিক্ষক সমিতির সভাপতি মোঃ মশিউর আলম।

এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন