নেত্রকোনার মদনে সাবেক এমপিসহ ৬৮ জনের নামের মামলা, গ্রেফতার ১

নেত্রকোনার ৪ আসনের সাবেক সংসদ সদস্য এমপি সাজ্জাদুল হাসানসহ ৬৮ জন ও অজ্ঞাতনামা ১০০/২০০ জনের নাম উল্লেখ করে বিষ্ফোরক আইনে মামলা দায়ের করা হয়েছে।
(২৩ মে) এ মামলাটি দায়ের করেছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে চোখ হারানো চানগাঁও ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক খোকন মিয়ার ছেলে মেহেদি হাসান মিন্টু ওরফে নবাব।
এ মামলায় উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক রিয়াজ উদ্দিনকে গ্রেফতার করা হয়েছে। রোববার নেত্রকোনা কোর্ট হাজতে তাকে প্রেরণ করা হয়েছে।
মামলার বিষয়টি নিশ্চিত করে মদন থানার ওসি নাঈম মুহাম্মদ নাহিদ হাসান হাসান জানান, মদনে ছাত্র আন্দোলনে চোখ হারানো মেহেদি হাসান ওরফে নবাব বিষ্ফোরক আইনে এ মামলাটি দায়ের করেন।
এ মামলায় রিয়াজ উদ্দিন নামে এক আসামীকে গ্রেফতার করা হয়েছে। রোববার তাকে নেত্রকোনা কোর্ট হাজতে প্রেরণ করা হয়েছে।

এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন