নেত্রকোনার মদনে সেচ্ছাসেবী সংগঠনের মতবিনিময় সভা অনুষ্ঠিত

নেত্রকোণা মদন উপজেলার মদন ইউনিয়নের উচিত পুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শ্রেনী কক্ষে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

মঙ্গলবার (৩১ ডিসেম্বর) রাতে উচিত পুর সেচ্ছাসেবী সংগঠনের আয়োজনে মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন সংগঠনের প্রধান উপদেষ্টা মোঃ হারুনর রশীদ, সঞ্চালনা করেন সেচ্ছাসেবী সংগঠনের সাবেক সাধারণ সম্পাদক মোঃ আব্দুল কাইয়ুম,এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা কৃষি অফিসার মোঃ হাবিবুর রহমান।

বিশেষ অতিথি ছিলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী নায়েবে আমীর, মদন উপজেলা শাখার মোঃ রিয়াজ উদ্দিন ইদ্রিস মাষ্টার, মদন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক, জাকির হোসেন তালুকদার উজ্জ্বল, প্রেসক্লাব সদস্য মোঃ মোশাররফ হোসেন বাবুল, মদন ইসলামি সমাজ কল্যান পরিষদের সাধারণ সম্পাদক, আব্দুল লতিফ মোতাহার লিটন,আলী আজগর পনির,।

ভার প্রাপ্ত প্রধান শিক্ষক মোঃ সাইফুল ইসলাম,ফতেপুর উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোঃ নুর আহম্মদ, ছাত্র নেতা মোঃ কামরুজ্জামান প্রমূখ।পরে নব গঠিত কমিটি নাম ঘোষণা করেন প্রধান অতিথি, এতে সভাপতি নির্বাচিত হন আব্দুল কাইয়ুম তালুকদার ও সাধারণ সম্পাদক মোঃ সুলেমান হোসেন।