নেত্রকোনার মদনে স্ত্রীকে নির্যাতন করায় সাবেক কমিশনার গ্রেফতার

নেত্রকোনার মদন পৌর সভার সাবেক কমিশনার দিলোয়ার জাহান সৈকতকে স্ত্রীর নির্যাতন মামলায় গ্রেফতার করা হয়েছে। বৃহস্পতিবার (২১ আগষ্ট) মদন মাঝপাড়া থেকে গোপন সংবাদের ভিত্তিতে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেন মদন থানার ওসি তদন্ত দেবাংশু কুমার দে।
জানা যায়, মদন পৌর সভার ৫ নম্বর ওর্য়াডের মৃত তাজুল ইসলামের ছেলে দিলোয়ার হোসেন সৈকত তার স্ত্রী প্রিয়াংকা চৌধুরীকে দীর্ঘদিন যাবত নানাভাবে শারীরিক ও মানসিক নির্যাতন করে আসছে।
এরই প্রেক্ষিতে স্ত্রী প্রিংয়াকার ভাই জাহাঙ্গীর চৌধুরী ১৩ আগষ্ট ২০২৫ ইং তারিখে মদন থানায় নারী ও শিশু নির্যাতন দমন আাইনে একটি মামলা দায়ের করেন। এ মামলায় বৃহস্পতিবার সাবেক কমিশনার সৈকতকে মদন থানা পুলিশ গ্রেফতার করে। যার মামলা নং ০৭।
সে মদন পৌরসভার ৫নং ওয়ার্ডের সাবেক কমিশনার ছিলেন।
মদন থানার ওসি তদন্ত দেবাংশু কুমার দে জানান, সাবেক কমিশনার সৈকত তার স্ত্রীকে শারীরিক ও মানসিক ভাবে নির্যাতন করায় ১৩ আগষ্ট তাকে আসামী করে তার শ্যালক জাহাঙ্গীর মদন থানায় একটি মামলা দায়ের করে।
এরই প্রেক্ষিতে মদন মাঝপাড়া থেকে অভিযান চালিয়ে সৈকতকে গ্রেফতার করা হয়। তাকে নেত্রকোনা কোর্ট হাজতে প্রেরণ করা হবে।

এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন