নেত্রকোনার মদনে স্বামী-স্ত্রীর লাশ উদ্ধার
![](https://ournewsbd.net/wp-content/uploads/2020/11/lash-লাশ.jpg)
![](https://ournewsbd.net/wp-content/uploads/2025/02/475351977_1256003665483861_2959209934144112011_n.jpg)
নেত্রকোনার মদন উপজেলা থেকে নান্নু মীর (৪৮) ও তার স্ত্রী মেরাজ আক্তারের (৩৫) লাশ উদ্ধার করেছে পুলিশ।
মঙ্গলবার সকালে উপজেলার বালালী গ্রাম থেকে তাদের লাশ উদ্ধার করা হয়।
স্থানীয় ইউপি চেয়ারম্যান ফখরুল ইসলাম জানান, সকালে ঘরের দরজা বন্ধ পেয়ে স্থানীয়রা ডাকাডাকি করলে তার ছেলে দরজা খোলে। এ সময় তারা নান্নু মীরকে ঝুলন্ত ও তার স্ত্রীকে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখেন।
নেত্রকোনার অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) মনিরুল হক জানান, পুলিশ ঘটনাস্থলে রয়েছে। ময়মনসিংহ থেকে সিআইডির তদন্ত দল ঘটনাস্থলে পৌঁছালে উদ্ধার করা হবে।
![](https://ournewsbd.net/wp-content/uploads/2024/12/469719549_122234398946008134_2936380767280646127_n.jpg)
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন