নেত্রকোনার মদনে স্বামী স্ত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার

নেত্রকোনার মদন উপজেলায় ঝুলন্ত অবস্থায় স্বামী ও স্ত্রীর লাশ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (৯ এপ্রিল) বিকাল ৫টার দিকে উপজেলার নায়েকপুর ইউনিয়নের বাশঁরী কান্দাপাড়া থেকে লাশ দুটি উদ্ধার করা হয়।
নিহতরা হলেন, ওই গ্রামের মাজু মিয়ার ছেলে আজিজুল (২২) ও নিহত আজিজুলের স্ত্রী রিমা আক্তার (১৮)।
এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা গেছে, ৬ মাস আগে নিহত আজিজুলের সাথে মদন পৌরসভার ইমদাদপুর গ্রামের নিহত রিমার সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়। তাদের সংসার ভালই চলছিল। এই ৬ মাসে সংসারে কোন ঝামেলা হয়নি। কেন তারা দু’জন একই সাথে মৃত্যুর পথ বেঁচে নিল তা কেউ জানা নেই।
মদন থানার ওসি নাঈম মুহাম্মদ নাহিদ হাসান জানান, বিকালে স্থানীয়রা স্বামী ও স্ত্রীর বাড়ির পেছনে একটি রেন্ট্রি গাছে ফাঁস লাগানো অবস্থায় ঝুলতে দেখে পুলিশে খবর দেয়। খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে। ময়না তদন্তের জন্য নেত্রকোনা আধুনিক সদর হাসপাতাল মর্গে পাঠানোর প্রস্থতি চলছে।

এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন