নেত্রকোনার মদনে স্বামী স্ত্রীসহ তিন মাদক ব্যবসায়ী আটক

নেত্রকোণার মদন উপজেলায় স্বামী-স্ত্রীসহ তিন মাদক ব্যবসায়ীকে আটক করেছে মদন থানা পুলিশ।
বুধবার (১৯ নভেম্বর)রাতে উপজেলার চানগাঁও ইউনিয়নের শাহাপুর এলাকায় মাদকব্যবসায়ী রবিউল ইসলামের বসতবাড়ি থেকে ৬০০ পিস ইয়াবা ট্যাবলেট ও ১৫ বোতল ভারতীয় মদ সহ ০৩ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ।
আটককৃতরা হলেন চান গাওঁ শাহাপুর গ্রামের মাদক ব্যবসায়ী রবিউল (২৯), তার স্ত্রী লাকী আক্তার (২৫) ও কেন্দুয়া উপজেলার ঘগড়া গ্রামের তাওহিদ মিয়ার ছেলে নূর আলম (২৮)।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, রবিউল উপজেলার একজন শীর্ষ মাদক ব্যবসায়ী। এর আগেও কয়েকবার তারা স্বামী-স্ত্রী পুলিশের হাতে আটক হয়েছে। গতকাল রাতে গোপন সংবাদের ভিত্তিতে মদন থানা পুলিশ অভিযান চালিয়ে রবিউল, তার স্ত্রী লাকী আক্তার ও নুর আলমসহ তিনজনকে আটক করে ৬ শত পিস ইয়াবা ও ১৫ বোতল মদ সহ জব্দ করে।
এ বিষয়ে জানতে মদন থানা ওসি শামসুল আলম শাহ্ জানান, নিয়মিত অভিযানের অংশ হিসেবে ৩ জন মাধক কারবারীকে গ্রেফতার করা হয়েছে,মাদক আইনে মামলা দিয়ে কোর্ট হাজতে প্রেরণ করা হয়েছে।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন




















