নেত্রকোনার মদনে হাওর বাংলা কিন্ডার গার্টেন মহান বিজয় দিবস পালন ও পুরস্কার বিতরণ

“সন্তান আপনাদের গড়ে তোলার দায়িত্ব আমাদের, এই স্লোগান কে সামনে রেখে, মদন উপজেলা কাইটাইল ইউনিয়নের জয়পাশা বয়রালা হাওর বাংলা কিন্ডার গার্ডেনে মহান বিজয় দিবস উপলক্ষে শোভাযাত্রা ও পুরস্কার বিতরণ অনু্ষ্টান অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১৬ ডিসেম্বর) সকালে হাওর বাংলা কিন্ডার গার্টেন প্রতিষ্ঠাতা মোঃ মোশাররফ হোসেনের সভাপতিত্বে ও মিজানুর রহমান লাকমিয়ার সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা যুবদলের সভাপতি গোলাম রাসেল রুবেল। বিশেষ অতিথি ছিলেন উপজেলা সাবেক সেচ্ছাসেবক দলের সভাপতি মোঃ শাহজাহান মিল্কী, বক্তৃতারা শিক্ষা প্রতিষ্ঠানের মান বৃদ্ধি করার লক্ষে ছাত্র অবিভাবকদের সহযোগিতা করা জন্য আহবান রাখেন।

এ ছাড়া ও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, প্রতিষ্ঠাতা প্রধান শিক্ষক, মোঃ মহসিন,পরিচালক, আবুল কাসেম, মোঃ দ্বীন ইসলাম, সাবেক ইউনিয়ন বিএনপি সাধারণ সম্পাদক, মোঃ জসিম উদ্দিন, ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক মোঃ জাহাঙ্গীর আলম, কাসেম মিয়া,সাবেক ইউপি সদস্য বিএনপি নেতা মোঃ মাখন মিয়া, মোঃ রাশিদ মিয়া, মোঃ মোফাজ্জল হোসেন, মোঃ সাইদুর রহমান প্রমূখ।

পরে শিক্ষার্থীদের মাঝে বার্ষিক পরীক্ষার ফলাফল ও পুরস্কার বিতরণ করা হয়।