নেত্রকোনার মদনে ২ ইউনিয়ন পরিষদের প্রশাসক বরণ অনুষ্ঠান
নেত্রকোনা মদন উপজেলার মাঘান ইউনিয়ন ও নায়েক পুর ইউনিয়ন পরিষদের নতুন করে চেয়ারম্যানে দায়িত্ব ভার বুঝিয়ে দেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা অহনা জিন্নাত।
বৃহস্পতিবার (২৩ জানুয়ারী) দুপুরে উপজেলার নায়েক পুর ইউনিয়ন প্রশাসক হিসেবে উপজেলা জনস্বাস্থ্য উপ সহকারী কর্মকর্তা রোমমান আরাকে আলোচনা মাধ্যমে প্রশাসকের দায়িত্ব বুঝিয়ে দেন। পরে উপজেলার মাঘান ইউনিয়ন পরিষদের প্রশাসক হিসাবে দায়িত্ব বুঝিযে দেন,উপজেলা সমবায় কর্মকর্তা আবুল কালাম আজাদ মাঘান ইউনিয়ন পরিষদের প্রশাসক হলেন।
বক্তব্য রাখেন, উপজেলা বিএনপি সভাপতি মোঃ নুরুল আলম তালুকদার, পৌর বিএনপি সভাপতি কামরুজ্জামান চন্দন,উপজেলা বিএনপি সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম আকন্দ, পৌর বিএনপি সাধারন সম্পাদক, আব্দুল কাদির, কৃষি অফিসার মোঃ হাবিবুর রহমান, এ সময় বরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
কৃষি সম্প্রসারন কর্মকর্তা মৌরী তানিয়া মৌ, উপজেলা বিএনপি সাবেক যুগ্ন সাধারন সম্পাদক কামরুজ্জামান, ইউনিয়ন বিএনপির সভা পতি অলিউর রহমান লিটন,বিএনপি নেতা হেলাল উদ্দিন, মুখলেছুর রহমান ছয়যালসহ অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন