নেত্রকোনার মদন ইউনিয়ন বিএনপির উদ্যোগে মিলাদ ইফতার ও দোয়া মাহফিল

নেত্রকোণা মদন উপজেলার মদন ইউনিয়ন বিএনপির ও অঙ্গ সহযোগি সংগঠনের উদ্যোগে মিলাদ ইফতার ও দোয়া মাহফিল অনুষ্টিত হয়েছে।
মঙ্গলবার (২৫ মার্চ) বিকালে কদমতলী বাজারে ইউনিয়ন বিএনপির আয়োজনে মিলাদ ইফতার ও দোয়া মাহফিল অনুষ্টিত হয়।
এতে সভাপতিত্ব করেন ইউনিয়ন বিএনপির সভাপতি সুলতান উদ্দিন, ইউনিয়ন বিএনপি সাধারন সম্পাদক জাফর ইকবাল সুমনের সঞ্চালনায় প্রধান অথিতি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম আকন্দ।
বিশেষ অথিতি ছিলেন, সাবেক উপজেলা বিএনপির নেতা মোঃ কাশেম তালুকদার, উপজেলা যুবদলের সাবেক সভাপতি লিটন মিয়া,সাবেক নায়েকপুর ইউপি চেয়ারম্যান কামরুজ্জামান হিরা ,উপজেলা কৃষক দলের সাধারণ সম্পাদক আব্দুল হান্নান তালুকদার, উপজেলা সেচ্ছাসেবক দলের আহ্বায়ক জুয়েল আকন্দ।
এছাড়াও উপস্থিত ছিলেন ইউনিয়ন বিএনপি সাংগঠনিক সম্পাদক লাহুত মিয়া, যুবদলের সভাপতি রুখন উদ্দিন আকন্দ, যুবদলের সাধারণ সম্পাদক চেলাই, উপজেলা তাঁতীদলের সদস্য সচিব মিজান, মদন কলেজ শাখার ছাত্রদলের সদস্য সচিব সাইমন আকন্দ লিমন,ইউনিয়ন ছাত্রদলের সভাপতি আবুল কালাম আকন্দ, ইউনিয়ন
সেচ্চাসেবক দলের সাধারণ সম্পাদক, শামীম, প্রচার সম্পাদক, তাজ উদ্দিন প্রমূখ।

এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন