নেত্রকোনার মদন উপজেলার জাতীয়তা বাদী মহিলা দলের আনন্দ মিছিল
নেত্রকোনার ৪ আসনের সাবেক সফল স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর সাহেব ধানের শীর্ষে মনোনয়ন পাওয়ায় নিজ এলাকায়।
মদন উপজেলার জাতীয়তা বাদী মহিলা দলের উদ্যোগে আনন্দ মিছিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার উপজেলার পৌর সদরে এ মিছিলটি অনুষ্ঠিত হয়। মিছিলটিতে নেতৃত্বে ছিলেন, জেলা জাতীয়তা বাদী মহিলা দলের নেত্রী তাহমিনা হক স্মৃতি।
পরে দলীয় কার্যালয়ে উপজেলা মহিলা দলের নব-নির্বাচিত সভাপতি শিরিন আক্তারের সভাপতিত্বে ও যুগ্ন সাধারণ সম্পাদক জুলেকা আক্তারের সঞ্চালনায় এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এতে বক্তব্য রাখেন, সহ যুগ্ন সাধারণ সম্পাদক নুরেছা আক্তার, দপ্তর সম্পাদক রেনু আক্তার, সাংগঠনিক সম্পাদক নিপা আক্তার, সম্মানিত সদস্য লাকি আক্তার, মমতা আক্তার,রত্না আক্তার প্রমূখ।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন




