নেত্রকোনার মদন উপজেলার তিয়শ্রী ইউনিয়ন বিএনপির ওয়ার্ড মতবিনিময় সভা

নেত্রকোনা জেলার মদন উপজেলার তিয়শ্রী ইউনিয়নে জাতীয়তাবাদী দল (বিএনপির) ০৭ নংওয়ার্ডের আয়োজনে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

বুধবার (১৩ নভেম্বর) বিকালে ধুবাওয়ালা বাজারে ওয়ার্ড বিএনপি সভাপতি মুসলিম উদ্দিনের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন, ইউনিয়ন বিএনপি ১ নং সহ সভাপতি সফিয়ন তালুকদার মদন উপজেলা উপদেষ্টা কমিটির সদস্য গোলাপ মিয়া, সমাজ কল্যান সম্পাদক আবুল কালাম।

অনুষ্ঠান সঞ্চালনায় করেন ওয়ার্ড বিএনপি সাধারন সম্পাদক শাহ আলম ভূঁইয়া, প্রধান বক্তা ছিলেন, ইউনিয়ন বিএনপি সাধারণ সম্পাদক মোফাজ্জেল হোসেন তাঁর বক্তব্যে তিনি বলেন ২০২৬ সালে জাতীয় সংসদ নির্বাচনে সাবেক সফল স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর ভাইয়ের ধানের শীর্ষ মার্কা ভোটের জন্য আমাদের ঘরে ঘরে কাজ করতে হবে।

আমরা ওয়ার্ড পর্যায়ে মতবিনিময় সভার মাধ্যমে ভাটি বাংলার নয়নের মনি, বাবর ভাইয়ের হাতকে শক্তিশালী করে জনগনের ভোটের রায়ে মাধ্যমে সংসদে পাঠাতে চাই।

এ সময় মতবিনিময় সভায় বক্তব্য রাখেন,ইউনিয়ন বিএনপি উপদেষ্টা কমিটির সদস্য, পিয়ারা মিয়া উপজেলার বিএনপি নেতা সেতারা চৌধুরী, মেহেদি হাসান জুসেফ, আমিনুল ইসলাম খোকন, সেচ্ছাসেবক দলের আহবায়ক জাহাঙ্গীর আলম সিহাব, যুগ্ন আহবায়ক মোঃ সাজু মিয়া যুবদলের সাধারণ সম্পাদক মৌলা মিয়া, ছাত্র দলের সভাপতি, সাদান মিয়া,সাধারণ সম্পাদক তিলক মজুমদার, তাতীঁদলের সভাপতি আবুল হোসেন খান হোপেন।

উক্ত অনুষ্ঠানে এ ছাড়াও মহিলা নেত্রীদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা মহিলা দলের যুগ্ন সাধারন সম্পাদক নুরেছা আক্তার ও নাজমা আক্তার। তিয়শ্রী ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতা কর্মীরা উপস্থিত ছিলেন।