নেত্রকোনার মদন উপজেলার মন্ডপে মন্ডপে চলছে দুর্গা পূজার প্রস্ততি
 
            
                     
                        
       		শারদীয় দুর্গোৎসব ঘিরে মদন উপজেলার মন্ডপে মন্ডপে চলছে সাজসজ্জা আর উৎসবের আমেজ।
উপজেলার প্রসাশন সূত্রে জানা যায়,এ বছর উপজেলায় ০৪ টি ইউনিয়নে ও ০১ টি পৌরসভায় ১৫ টি মন্ডপে দুর্গাপূজা উদযাপিত হবে। আগামী ২১ সেপ্টেম্বর মহালয়ার মধো দিয়েই আনুষ্ঠানিকভাবে দুর্গাপূজার সূচনা হলেও মহালয়া সমাপ্তি ও দেবিপক্ষের সূচনা হবে ২৮ সেপ্টেম্বর মহাষষ্ঠী তিথিতে দেবী দুর্গার বোধন, আমন্ত্রণ ও অধিবাস অনুষ্ঠানের মাধ্যমে দুর্গোৎসবের মূল পূজা শুরু হবে।
০২ অক্টোবর বিজয়া দশর্মীতে প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে ০৫ দিনব্যাপী এই উৎসবের সমাপ্তি হবে।
উপজেলা পূজা উদযাপন কমিটির সভাপতি শ্রী স্বপন কুমার পাল জানান,ৃপ্রতিবছরেই আমাদের এখানে জাঁকজমকপূর্ণভাবে দুর্গাপূজা অনুষ্ঠিত হয়,এবারও তার ব্যতয় হবে না।তবে প্রতিমা তৈরিতে গতবারের চেয়ে খরচ বৃদ্ধি পেয়েছে।
মদন থানার অফিসার ইনর্চাজ শামছুল আলম শাহ বলেন,পুলিশের পক্ষ থেকে উপজেলার সকল পূজা মন্ডপ গুলো ইতোমধ্যে পরির্দশন করা হয়েছে।দুর্গাপূজা উপলক্ষে কঠোর নিরাপত্তা নিশ্চিত করা হবে।
উপজেলা নির্বাহী অফিসার অলিদুজ্জামান জানান,এ বছর উপজেলায় ১৫ টি মন্ডপে দুর্গাপূজা অনুষ্ঠিত হবে।আশা রাখি প্রতি বছরের মতো এ বছরও এখানে শান্তিপূর্ণভাবে ও উৎসবমুখর পরিবেশে শারদীয় দুর্গাপূজা উদযাপিত হবে।
 
 
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন





 
	 
	 
	 
	 
	 
	 
	 
	 
	 
	 
	 
	 
	 
	