নেত্রকোনার মদন পৌরসভায় খালি বাসায় টাকা ও স্বর্ণ চুরি অভিযোগ
নেত্রকোণা মদন পৌর সভার ৬নং ওয়ার্ডে হাওরে বাড়িতে গত রাত খালি বাসায় টাকা ও স্বর্ণ অলংকার চুরি ঘটনা ঘটে বলে অভিযোগ পাওয়া গিয়াছে।
জানা যায়, বুধবার দিবাগত রাতে খালি বাসায় রান্না ঘরের দরজা ভেঙে ভিতরে প্রবেশ করে মেইন ঘরের দরজা কেটে বসত ঘরে ডুকে নগদ টাকা ও স্বর্ণ অলংকার চুরি করে নিয়ে যায়।
বাড়ির মালিক মোঃ নজরুল ইসলাম জানান, আমার আপন বড় ভাই শফিকুল ইসলাম সাদেক, গত কাল মঙ্গলবার তাঁর ছেলে ও ছোট্ট ভাই শফিক মিয়ার ছেলে সহ আমার বাসা বাড়িতে এসে হামলা করে এবং আমাকে দেখে নেবার হুমকি দিয়ে যায়। আমি আমার পরিবার নিয়ে ভয়ে পুরান বাড়িতে চলে যাই। কিন্তু সকালে বাসায় এসে দেখি আমার রান্না ঘরের দরজা খোলা।
পরে বসত ঘরে সমস্ত মালামাল এলোমেলো হয়ে পড়ে আছে। ঘরে টাংগের তালা ভেঙ্গে নগদ ১ লক্ষ ১৫ হাজার টাকা, ও স্বর্ণ অলংকার প্রায় ২ ভরি ৬ আনা চুরি করে নিয়ে যায় আমার ভাই ভাতিজারা, ভাতিজা হলো,আকাশ, ইয়াছিন, উভয় পিতা,শফিকুল ইসলাম সাদেক,মারুফ পিতা, শফিক মিয়া,অনেক দিন যাবত আমার পরিবারের সাথে ঝামেলা চলিতেছে, এরাই আমার ঘরে চুরি করেছে। আমি এর ন্যায় বিচার দাবী করছি।
শফিকুল ইসলাম সাদেক জানান, নজরুল ইসলাম আমার ছোট্ট ভাই,সে সাবেক মেয়রের লোকের কথা আমার পরিবারের নামে মিথ্যা অভিযোগ তুলেছে। জমি জমা নিয়ে বিরোধ চলছে অন্য এক পরিবারের সাথে, সেই সুয়োগ কাজে লাগিয়ে আমার আপন ভাই দিয়ে আমার বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছে।
মদন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা, নাঈম মুহাম্মদ নাহিদ হাসান,জানান, আমি এখন পর্যন্ত লিখিত কোন অভিযোগ পাইনি,অভিযোগ ফেলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন