নেত্রকোনার মদন পৌরসভার নিজ ঘরের আড়ার সঙ্গে ঝুলছিল যুবকের লাশ

নেত্রকোনার মদন পৌরসভার নিজ ঘরের আড়ার সঙ্গে ঝুলতে থাকা এক যুবকের লাশ উদ্ধার করা হয়েছে।

মঙ্গলবার (২২ জুলাই) সকাল (প্রায়) ১০ ঘটিকায় মদন পৌরসভার মনোহরপুর গ্রামে এ ঘটনাটি ঘটেছে বলে জানা যায়।

নিহত যুবকের নাম আজিম মিয়া(৩৫) সে একই গ্রামের মৃত নিবশ আলীর ছেলে।

পুলিশ ও পরিবার সূত্রে জানা যায়, নিহত আজিম মিয়া কিছুটা মানসিক ভারসাম্যহীন মানুষ ছিল। তেমন কোন কাজকর্ম করতো না।কিছুদিন আগে ঋণের তাড়নায় আরো একবার আত্মহত্যা করবার চেষ্টা করেছিল কিন্তু পরিবারের লোকজন দেখে ফেলায় সে আত্মহত্যা করতে পারেনি।কিন্তু আজ সকালে তার বউ বাপের বাড়ি চলে গেলে সে তার নিজ ঘরে ঢুকে আড়ার সঙ্গে ঝুলে আত্মহত্যা করে।

তারপর নিহতের ভাবি ময়না আক্তার এসে তাকে ঝুলে থাকতে অবস্থায় দেখে ডাক চিৎকার করলে স্থানীয়রা এসে পুলিশের খবর দেন।তারপর মদন থানা পুলিশ এসে নিহতের সুরতহাল রিপোর্ট প্রতিবেদন তৈরি করেন।

এ বিষয়ে মদন থানা পুলিশের এসআই (নিঃ) সৈয়দ আবুল হাসেম জানান, স্থানীয়রা আত্মহত্যার বিষয়টি জানালে আমরা ঘটনাস্থলে উপস্থিত হয়ে মৃত দেহের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করেছি। তারপর ওসি স্যারের নির্দেশে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। আত্মহত্যার বিষয়ে প্রাথমিকভাবে তেমন কিছু জানা যায়নি। ময়নাতদন্তের পর সঠিক তথ্য জানা যাবে। তবে পরিবারের লোকজন জানিয়েছেন নিহত যুবক কিছুটা ভারসাম্যহীন ছিলেন।

এ বিষয়ে জানতে মদন থানা তদন্ত কর্মকর্তা দেবাংশু কুমার দে জানান, পৌরসভার মনোহরপুর গ্রামের মৃত নিবশ আলীর ছেলে আজিম মিয়া (৩৫)এর লাশ ময়না তদন্তে জন্য নেত্রকোনা সদর হাসপাতালে প্রেরন করা হয়েছে। নিহতের ব্যাপারে অপমৃত্যু মামলা করা হবে।