নেত্রকোনার মদন প্রেসক্লাবের উদ্যাোগে বিজয় দিবসে আলোচনা সভা

নেত্রকোনার মদন প্রেসক্লাবের উদ্যোগে৷ ভারতের ত্রিপুরায় বাংলাদেশ দূতাবাসে হামলা প্রিয় মাতৃভূমি আদিপত্যবাদী ভারতের আগ্রাসনের শিকার জাতীয় ঐক্যের মাধ্যমে রুখে দাঁড়াও বাংলাদেশ শীর্ষ মহান বিজয় দিবসে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

প্রেসক্লাব মিলনায়তনে সাধারণ সম্পাদক জাকির হোসেন তালুকদার উজ্জলের সভাপতিত্বে সাংবাদিক মোশাররফ হোসেন বাবুলের সঞ্চারনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপেজলা বিএনপির সভাপতি, নূরুল আলম তালুকদার।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা বিএনপি সাধারণ সম্পাদক, রফিকুল ইসলাম আকন্দ, পৌর বিএনপি সভাপতি মোঃ কামরুজ্জামান চন্দন, বাংলাদেশ জামায়াতে ইসলামী নেত্রকোণা জেলা কর্মপরিষদ সদস্য মাওলানা মোঃ রুহুল আমিন,নায়েবে আমির মদন উপজেলা শাখা মোঃ রিয়াজ উদ্দিন, ফতেপুর ইউপি চেয়ারম্যান, মোঃ সামিউল হায়দার শফি, পৌর বিএনপি সাধারণ সম্পাদক শেখ আব্দুল কাদির, পৌর শাখার জামায়াতে ইসলামী সভাপতি মোঃ আবুল হাসানাত।

এ সময় প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন, বীর মুক্তিযোদ্ধা সাংবাদিক আজহারুল ইসলাম হিরু,অধ্যক্ষ মঞ্জুরুল হক খান, জোবাইদা রহমান মহিলা কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোঃ মুখলেছুর রহমান, উপজেলা যুবদলের সাধারণ সম্পাদক মোঃ হুমায়ূন কবির, মদন প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক, মোঃ তোফাজ্জল হোসেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতা, চান গাঁও ইউনিয়ন ছাত্র দলের সাধারণ সম্পাদক নবাব মিয়া, ফয়সাল ইবনে চাদ, মাসুদ রানা প্রমূখ।