নেত্রকোনার মিথ্যা সংবাদের প্রতিবাদে সংবাদ সম্মেলন

নেত্রকোনার মদনে প্রকাশিত মিথ্যা সংবাদের প্রতিবাদে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। দৈনিক সকালের সময় নামক একটি পত্রিকায় রবিবার মদন উপজেলা নির্বাহী অফিসারকে জড়িয়ে মিথ্যা সংবাদ প্রকাশ করা হয়। সেই সংবাদের প্রতিবাদে রবিবার বিকেলে মদন প্রেসক্লাবের সম্মেলন কক্ষে এ সংবাদ সম্মেলন করেন পিআইসি কমিটির সভাপতিগণ।

উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে, মদন উপজেলা পরিষদ চত্বর, সরকারি কোয়াটারে সামনে ও পিছনে, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিস ও পাবলিক হল মাঠসহ গর্তে মাটি ভরাটের জন্য বিভিন্ন কিস্তিতে ৫ টি প্রকল্প নেওয়া হয়। এর বিপরীতে ৫ লাখ ২০ হাজার টাকা ও ১০.৩৬ মে.টন চাল গম বরাদ্দ দেওয়া হয়।

নিয়ম অনুযায়ী প্রকল্পের পিআইসি কমিটি কাজ বাস্তবায়ন করেছেন। রবিবার সকালের সময় নামের একটি পত্রিকায় উপজেলা নির্বাহী অফিসারের ছবি ব্যবহার করে প্রকল্পের পিআইসি কমিটির বক্তব্য না নিয়ে একটি মিথ্যা সংবাদ প্রকাশ করে। এই মিথ্যা সংবাদের প্রতিবাদে রবিবার বিকেলে মদন প্রেসক্লাবের সম্মেলন কক্ষে সংবাদ সম্মেলন করেন পিআইসি কমিটির সভাপতিগণ।

পিআইসি কমিটির সভাপতি হাদিস মিয়া, আনিছুর রহমান, উজ্জ্বল মিয়া তাদের লিখিত বক্তব্যে আমরা নিয়মানুয়ী প্রকল্পের কাজ বাস্তবায়ন করেছি যা উপজেলাবাসী দেখেছেন। কিন্তু আমাদের বক্তব্য না নিয়েই সকালের সময় পত্রিকা উদ্দেশ্য প্রণোদিত ভাবে নির্বাহী অফিসারকে হেয় করার জন্য মিথ্যা সংবাদ প্রকাশ করেছে।

যার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। আমরা এ ব্যাপারে পরবর্তী আইনগত ব্যবস্থা নেব। এ সময় বিভিন্ন ইলেকট্রিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।