নেত্রকোনায় সড়ক দুর্ঘটনায় ডিবি পুলিশসহ নিহত ২
![](https://ournewsbd.net/wp-content/uploads/2018/05/32267018_1014984441999591_3311434577083367424_n.jpg)
![](https://ournewsbd.net/wp-content/uploads/2025/02/475351977_1256003665483861_2959209934144112011_n.jpg)
নেত্রকোনায় আসামি গ্রেফতার করে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় ডিবি পুলিশসহ দুজন নিহত হয়েছেন। ময়মনসিংহ-নেত্রকোনা মহাসড়কের পূর্বধলা উপজেলার গোয়ালাকান্দা নামক এলাকায় বৃহস্পতিবার রাতে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- নেত্রকোনা গোয়েন্দা পুলিশের এএসআই মিরাজ উদ্দিন (২৫) ও সোর্স রাজু মিয়া (২২)।
পুলিশ সূত্রে জানা গেছে, শ্যামগঞ্জ এলাকা থেকে অস্ত্রসহ দুই আসামিকে গ্রেফতার করে নেত্রকোনায় যাচ্ছিলেন এএসআই মিরাজ উদ্দিন।
গ্রেফতারকৃত আসামিদের মাহেন্দ্রযোগে নেত্রকোনায় পাঠানো হয়। আর মিরাজ ও তার সোর্স যাচ্ছিলেন মোটরসাইকেলযোগে।
ময়মনসিংহ-নেত্রকোনা মহাসড়কের গোহালাকান্দার আরাফাত অটোরাইস মিলের সামনে পৌঁছালে একটি ট্রাক তাদের চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তারা নিহত হন।
নিহত মিরাজ উদ্দিনের বাড়ি গাজীপুর সদরে। অন্যদিকে পুলিশের সোর্স রাজুর বাড়ি নেত্রকোনা সদরের চকপাড়া এলাকা বলে জানা গেছে।
শ্যামগঞ্জ তদন্ত কেন্দ্রের ওসি শাহ নুর জানান, নিহতদের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য প্রেরণ করা হয়েছে। ট্রাকটিকে আটক করা হয়েছে।
![](https://ournewsbd.net/wp-content/uploads/2024/12/469719549_122234398946008134_2936380767280646127_n.jpg)
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন