নেত্রকোনায় সড়ক দূর্ঘটনায় কলেজ ছাত্র নিহত
![](https://ournewsbd.net/wp-content/uploads/2023/01/IMG-20230123-WA0024.jpg)
![](https://ournewsbd.net/wp-content/uploads/2025/02/475351977_1256003665483861_2959209934144112011_n.jpg)
নেত্রকোনায় বাস ওভারটেক করতে গিয়ে শাকিল আহমেদ (২০) নামের এক কলেজছাত্র নিহত হয়েছেন। সোমবার (২৩ জানুয়ারি) সকালে শহরের ছোটবাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
শাকিল আহমেদ সদর উপজেলার সিংহেরবাংলা গ্রামের আবেদ হাসানের ছেলে। তিনি নেত্রকোনা সরকারি কলেজের ব্যবস্থাপনা বিভাগের অনার্স দ্বিতীয় বর্ষের ছাত্র ছিলেন।
পুলিশ ও স্থানীয়রা জানান, সকালে শাকিল ও তার বড়ভাই মেজর সোহাগ আহমেদ মোটরসাইকেলে পারলা বাসস্ট্যান্ডে যান। এরপর সোহাগকে বাসে তুলে দিয়ে শাকিল মোটরসাইকেলে করে বাড়ি ফিরছিলেন।
এসময় শহরের ছোটবাজার এলাকায় পৌঁছালে একটি নৈশকোচকে ওভারটেক করতে গিয়ে বৈদ্যুতিক খুঁটিতে ধাক্কা খান। তখন রাস্তায় পড়ে গিয়ে তিনি গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে নেত্রকোনা জেনারেল হাসপাতালে নিয়ে গেরে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নেত্রকোনা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার শাকের আহমেদ বলেন, নিহতের স্বজনদের সঙ্গে কথা বলে আইনি ব্যবস্থা নেওয়া হবে।
![](https://ournewsbd.net/wp-content/uploads/2024/12/469719549_122234398946008134_2936380767280646127_n.jpg)
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন