নেত্রকোনা এবং সিলেটে প্রিজমের শেলাই ও ব্লক প্রশিক্ষণ সমাপ্ত
নেত্রকোনা ও সিলেটে শেলাই ও ব্লক প্রিন্ট বিষয়ক ৫ দিনব্যাপী দুটি প্রশিক্ষণ কর্মশালা শেষ হয়েছে।
এতে বিনামূল্যে ৩০ জন নারীকে প্রশিক্ষণ প্রদান করা হয়। কর্মশালা দুটি যৌথভাবে আয়োজন করে ইউরোপিয়ান ইউনিয়নের প্রিজম প্রকল্প এবং হ্যান্ডিক্রাফটস্ শ্রমিক কল্যাণ সমিতি।
নেত্রকোনার কেন্দুয়া উপজেলার নল্লা গ্রামে কাটিং ও সুইং প্রশিক্ষণে ১৫ জন নারী অংশ গ্রহণ করেন। অন্যদিকে সিলেটের শাহপরানে বøক ডিজাইন ও প্রিন্ট কোর্সে ১৫ নারীকে প্রশিক্ষণ প্রদান করা হয়।
বৃহস্পতিবার বিকেলে প্রশিক্ষণ শেষে অংশগ্রহণকারীদের মাঝে সনদ প্রদান করা হয়।
ইউরোপিয়ান ইউনিয়ন ফান্ডেড প্রিজম প্রজেক্ট এর কমিউনিকেশন এক্সপার্ট সেঁজুতি রহমান প্রেরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। প্রজেক্ট বাস্তবায়নে জিএফএ কনসালটিং গ্রুপ, জার্মানী টেকনিক্যাল এসিসটেন্স টু বিসিক।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন