নেত্রকোনা মদনে প্রশাসনিক হল রুম ফাটল, সংবাদ প্রকাশের পর তড়িঘরি মেরামত
নেত্রকোনা মদনে প্রশাসনিক ভবনের হল রুম ফাটলের সংবাদ গত(১৯ শে জানুয়ারী) অনলাইন এবং পত্রিকায় প্রকাশিত হওয়ায় পর,(২৩ শে জানুয়ারী) সোমবার সকালে গিয়ে দেখা যায় তড়িঘরি করে সিমেন্ট দিয়ে ফাটল প্রলাপ দিয়েছে ঠিকাদারের লোকজন।
জানা যায়, গত ২০২০ সালে বিল্ডার্স ইন্জিনিয়ারিং শেমস ইন্জিনিয়ারিং নামক ঠিকাধারী প্রতিষ্টানকে কাজটি কার্যাদেশ দেয়। এর বরাদ্দ ছিল প্রশাসনিক ভবন ও হল রুমসহ ৫ কোটি ২৭ লাখ ৭৯ হাজার ৫৬৫ টাকা। স্থানীয়দের অভিযোগ নিন্মমানের নিমার্ন সামগ্রী ব্যবহার করার এমনটা ঘটেছে।
নতুন ভবনে এ অবস্থা দেখে এলাকার সাধারণ জনগণ অসন্তোষ প্রকাশ করে। ঠিকাদার এর সাথে মুঠোফোনে একাধিকবার যোগাযোগ করে ও কথা বলা সম্ভব হয়নি।
উপজেলা প্রকৌশলী গোলাম কিবরিয়া পিয়াল হল রুমে ফাটল তড়িঘড়ি করে মেরামত বিষয়ে জানতে চাইলে তিনি বলেন ঠিকাদার হল রুমে ফাটল মেরামত করে দিয়েছে।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন