নেপালের বিপক্ষে ১-০ গোলে এগিয়ে বাংলাদেশ
সাফ অনূর্ধ্ব-১৮ নারী ফুটবল চ্যাম্পিয়নশিপের ফাইনালে নেপালের বিপক্ষে ১-০ গোলে এগিয়ে রয়েছে বাংলাদেশ দল। এই রিপোর্ট লেখা পর্যন্ত ৭৭ মিনিটের খেলা শেষে বাংলাদেশ ১-০ নেপাল।
রোববার সন্ধ্যা ৭টায় ভুটানের চাংলিমিথাং স্টেডিয়ামে সাফ অনূর্ধ্ব-১৮ নারী ফুটবল চ্যাম্পিয়নশিপের ফাইনাল ম্যাচটি শুরু হয়।
এদিন শুরু থেকেই গোলের জন্য মরিয়া হয়ে খেলে বাংলাদেশ নারী ফুটবল দল। একাধিকবার সুযোগ পেয়েও প্রথমার্ধে গোল দিতে ব্যর্থ হন কোচ গোলাম রব্বানী ছোটনের শীষ্যরা।
দ্বিতীয়ার্ধের শুরুতেই গোলের দেখা পায় বাংলাদেশ। খেলার ৪৮ মিনিটে গোল করে এগিয়ে যায় বাংলাদেশ নারী ফুটবল দল।
এর আগে গ্রুপপর্বের খেলায় নেপালকে ২-১ গোলে হারিয়েছিল বাংলাদেশ। সেমিফাইনালে ভুটানকে ৪-০ গোলে হারিয়ে ফাইনালে উঠে যায় বাংলাদেশ দল।
গত শুক্রবার সেমিফাইনালে ভারতকে টাইব্রেকারে ৩-১ গোলে হারিয়ে ফাইনাল নিশ্চিত করে নেপাল। সেদিন ভারতের বিপক্ষে নির্ধারিত সময়ের খেলা ১-১ গোলে ড্র ছিল।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন