নোবিপ্রবি ডিবেটিং সোসাইটির জাতীয় বিতর্কের সমাপ্তি
![](https://ournewsbd.net/wp-content/uploads/2025/02/Messenger_creation_B89A6574-ABFE-4A19-B580-1C0447577FE9-900x450.jpeg)
![](https://ournewsbd.net/wp-content/uploads/2025/02/475351977_1256003665483861_2959209934144112011_n.jpg)
নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (নোবিপ্রবি)৪র্থ নোবিপ্রবি ডিবেটিং সোসাইটি জাতীয় বিতর্ক উৎসব-২০২৫’ বৃহস্পতিবার ৬ই ফেব্রুয়ারি শুরু হয়ে শনিবার (৮ই ফেব্রুয়ারি) প্রতিযোগিতার সমাপ্তি ঘটে।
শনিবার (৮ ফেব্রুয়ারি) বিকাল ৩ টায় প্রতিযোগিতার ফাইনাল এবং সমাপনী পর্ব বিশ্ববিদ্যালয়ের বীরশ্রেষ্ঠ রুহুল আমিন অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়। নোবিপ্রবি ডিবেটিং সোসাইটির সাধারণ সম্পাদক ফাতেমা জান্নাত রিন্তি এবং সহ সভাপতি সাবিকুন নাহার তাহার সঞ্চালনায় সমাপনী অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড.মুহাম্মদ ইসমাইল।
এছাড়াও উপস্থিত ছিলেন নোবিপ্রবি কোষাধ্যক্ষ অধ্যাপক ড. হানিফ মুরাদ, ছাত্র পরামর্শক উপদেষ্টা সহযোগী অধ্যাপক নিজাম উদ্দিন, নোবিপ্রবি ডিবেটিং সোসাইটির মডারেটর সহযোগী অধ্যাপক আফসানা মৌসুমি, শহীদুল ইসলাম মুকুল (ব্যবস্থাপনা পরিচালক, মানবসম্পদ, নোয়াখালী রুরাল ডেভেলপমেন্ট সোসাইটি), সুব্রত সরকার ( সহকারী পরিচালক, মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তর, নোয়াখালী জেলা)
৪র্থ বারের মতো আয়োজিত এই প্রতিযোগিতায় বিশ্ববিদ্যালয় পর্যায়ে চ্যাম্পিয়ন হয়েছে ডিবেটার্স অব চিটাগং ইউনিভার্সিটি এবং রানার্সআপ হয়েছে আহসানউল্ল্যাহ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ডিবেটিং সোসাইটি।
কলেজ পর্যায়ে চ্যাম্পিয়ন হয়েছে হাজেরা তজু ডিগ্রি কলেজ ডিবেটিং ক্লাব ( চট্টগ্রাম) এবং রানার্সআপ ফেনী সরকারি কলেজ ডিবেটিং ক্লাব। স্কুল পর্যায়ে চ্যাম্পিয়ন হয়েছে গভামেন্ট মুসলিম হাই স্কুল,(চট্টগ্রাম)এবং রার্নাসআপ কুমিল্লা মর্ডান হাইস্কুল।
উপস্থিত অতিথিরা তাদের বক্তব্যে নোবিপ্রবি ডিবেটিং সোসাইটির এই জাতীয় বিতর্ক প্রতিযোগিতা আয়োজনের মাধ্যমে দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মেধাবিকাশের উদ্যোগ গ্রহণে সাধুবাদ জানান। আগামীতেও এই ধরনের আয়োজন অব্যাহত রাখার আশাবাদ ব্যক্ত করেন আমন্ত্রিত অতিথিরা।
উল্লেখ্য, “চিন্তার চিলেকোঠায় উঠুক আলোর মিছিল “স্লোগানকে প্রতিপাদ্য করে ৬ই ফেব্রুয়ারী প্রথমদিন সকাল ১১টা থেকে জাতীয় বিতর্ক প্রতিযোগিতার শুরু হয়। এতে স্কুল কলেজ পর্যায়ে ১৮ টি দল অংশ নেয় এবং জাতীয় পর্যায়ের ১২ জন বিচারক বিচারকার্য পরিচালনা করেন। এছাড়া বিশ্ববিদ্যালয় পর্যায়ে মোট ৩২টি বিশ্ববিদ্যালয়ের ৯৬ জন বিতার্কিকের অংশগ্রহণে ৬ রাউন্ডে বিতর্ক অনুষ্ঠিত হয়েছে। বিতর্কের পরিচালনায় ৩০জন বিচারক এবং ২ শতাধিক প্রতিযোগী এই আয়োজনে যুক্ত ছিল।
![](https://ournewsbd.net/wp-content/uploads/2024/12/469719549_122234398946008134_2936380767280646127_n.jpg)
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন