নোয়াখালীতে গোলাম মোস্তফা নুর জাহান ফাউন্ডেশনের উদ্যোগে শিক্ষা সামগ্রী বিতরণ

নোয়াখালীর চাটখিলে সুবিধাবঞ্চিত শিক্ষার্থীদের পাশে দাঁড়াতে গোলাম মোস্তফা নুর জাহান ফাউন্ডেশন এক মহতী উদ্যোগ গ্রহণ করেছে। ১৬ নভেম্বর (রবিবার) কড়িহাটি উচ্চ বিদ্যালয়ে ফাউন্ডেশনের পক্ষ থেকে বিপুল সংখ্যক ছাত্র-ছাত্রীর মধ্যে শিক্ষা সামগ্রী বিতরণ করা হয়।

ফাউন্ডেশনের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মো.নজরুল ইসলাম বলেন, “শিক্ষা হচ্ছে একটি জাতির মেরুদণ্ড। কোনো শিক্ষার্থী যেন শুধু আর্থিক কারণে তার শিক্ষা জীবন থেকে বঞ্চিত না হয়, সেই লক্ষ্যেই আমাদের এই ক্ষুদ্র প্রচেষ্টা।” তিনি আরও বলেন যে,গোলাম মোস্তফা নুর জাহান ফাউন্ডেশন ভবিষ্যতেও এ ধরনের জনকল্যাণমূলক কাজ চালিয়ে যাবে।’

অনুষ্ঠানে ১০০ জন ছাত্র-ছাত্রীকে শিক্ষা সামগ্রী প্রদান করা হয়। বিতরণকৃত সামগ্রীর মধ্যে ছিল বিভিন্ন প্রকারের খাতা কলম ও জ্যামিতি বক্স। প্রয়োজনীয় শিক্ষা উপকরণ পেয়ে শিক্ষার্থীরা আনন্দে উচ্ছ্বসিত হয়ে ওঠে।

কড়িহাটি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মনির হোসেন শিক্ষা সামগ্রী বিতরণী অনুষ্ঠানের সভাপতিত্ব করেন। অনুষ্টানে উপস্থিত অভিভাবক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ মোস্তফা ফাউন্ডেশনের এই উদ্যোগকে আন্তরিকভাবে স্বাগত জানান এবং এর ভূয়সী প্রশংসা করেন।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন কড়িহাটি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সফিউল আলম, কড়িহাটি উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক ইমাম হাসান শাহীন, বিশিষ্ট ব্যবসায়ী রিয়াজ হোসেন, ব্যাংকার মানিক হোসেন এবং বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সদস্যবৃন্দ।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন শাহরিয়ার হোসেন খসরু।