নোয়াখালীতে বিএনপির নেতাকর্মিদের সাথে এ্যানীর সৌজন্য সাক্ষাত
বিএনপির নবনির্বাচিত যুগ্ম মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী এ্যানীর সঙ্গে নোয়াখালী বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মিরা সৌজন্য সাক্ষাত করেছেন।
বুধবার (১৯ জুন) রাতে লক্ষীপুরের গোডাউন রোডের বসির ভিলায় এই সৌজন্য সাক্ষাত অনুষ্ঠিত হয়। পরে নোয়াখালীর নেতাকর্মিরা বিএনপির যুগ্ম-মহাসচিব নির্বাচিত হওয়ায় শহীদ উদ্দিন চৌধুরী এ্যানীকে ফুল দিয়ে অভিনন্দন জানান এবং তাকে নোয়াখালী জেলায় সফরের আমন্ত্রণ জানান।
ওই সময় নেতাকর্মিদের উদ্দেশ্য করে শহীদ উদ্দিন চৌধুরী এ্যানী বলেন, বৃহত্তর নোয়াখালীর মানুষ আগামী দিনে গণতন্ত্র পুনরুদ্ধারে সর্বোচ্চ ভূমিকা রাখবে। তাই সবাইকে কাঁধে কাঁধ রেখে রাজপথে আন্দোলন সংগ্রাম সফল করতে হবে।
এ সময় নোয়াখালী জেলা বিএনপির সদস্য গোলাম মোমিত ফয়সাল, জেলা যুবদলের সাধারণ সম্পাদক নুরুল আমিন খাঁন, যুবদল নেতা হাফিজ উদ্দিন, নুর হোসেন রায়হান উপস্থিত ছিলেন।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন