নোয়াখালীতে ব্যবসায়ীদের সংগঠন আইবিডব্লিউএফ এর ইফতার মাহফিল অনুষ্ঠিত


মাহে রমজানের শিক্ষা ও তাৎপর্য শীর্ষক আলোচনা ও ব্যবসায়ীদের সম্মানে ইন্ডাস্ট্রিয়ালিস্ট এন্ড বিজনেসমেন ওয়েলফেয়ার ফাউন্ডেশন(আইবিডাব্লিউএফ) নোয়াখালী শহর শাখার উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১২ মার্চ) ইন্ডাস্ট্রিয়ালিস্ট এন্ড বিজনেসমেন ওয়েলফেয়ার ফাউন্ডেশন নোয়াখালী শহর শাখার আয়োজনে মাইজদি নবাব কনভেনশন হলে এই ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আইবিডব্লিউএফ নোয়াখালী শহর শাখার প্রধান উপদেষ্টা মাওলানা মোহাম্মদ ইউসুফ এছাড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আইবিডব্লিউএফ নোয়াখালী শহর শাখার সেক্রেটারি জনাব ফিরোজ মাহমুদ ও আরবী প্রভাষক মাওলানা আব্দুল কাইউম।
অনুষ্ঠানের সভাপতিত্ব করেন আইবিডব্লিউএফ নোয়াখালী শহর শাখার সভাপতি হারুণুর রশিদ এবং অনুষ্ঠানের সঞ্চালনা করেন আইবিডব্লিউএফ এর সহ-সভাপতি তাফহীমুল ইসলাম মারুফ।
এছাড়া আরো উপস্থিত ছিলেন শহর আইবিডব্লিউএফ সেক্রটারি রিয়াদ শরীফ, জহিরুল ইসলাম, হাফিজুর রহমান আতিক, ফজলে আজিম, খালেদ মাহমুদ, একরামুল হক ফিরোজ প্রমূখ।
ইফতার অনুষ্ঠানে বক্তারা ব্যবসায়ীদের বিভিন্ন চ্যালেঞ্জ ও সম্ভাবনা নিয়ে আলোচনা করেন এবং হালাল ভাবে ব্যবসা করার পরামর্শ দেন এবং ব্যবসায়ীদের সার্বিক সহযোগিতায় আইবিডব্লিউএফ-এর ভূমিকার প্রশংসা করেন। দেশ, জাতি ও ব্যবসায়ী সমাজের কল্যাণ কামনায় মোনাজাত করে ইফতারের মাধ্যমে অনুষ্ঠান সমাপ্ত হয়।

এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন